বাংলাদেশসহ বিশ্ব বাজারে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে দ্রুত প্রবৃদ্ধিশীল মোবাইল ফোন, টিভি ও ডিজিটাল অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সুবিধার্থে কল সেন্টারের সময়সীমা বৃদ্ধি করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং।
আগামী ২ জুলাই থেকে স্যামসাংয়ের কল সেন্টারগুলো প্রতিদিন সকাল আটটা থেকে রাত দেড়টা পর্যন্ত ফোনে ক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের কার্যক্রম পরিচালনা করবে। স্যামসাংয়ের টোল ফ্রি হেল্প নম্বর ‘০৮০০০৩০০৩০০’তে কল করে এই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।
বিডি-প্রতিদিন/শফিক