বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উৎসাহিত করতে হোন্ডা ইয়েস (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড প্রোগ্রাম
প্রেস বিজ্ঞপ্তি
অনলাইন ভার্সন

হোন্ডা ফাউন্ডেশন (এইচওএফ) বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) মাধ্যমে, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেন্টারের (জেআইসিই) সহযোগিতায় আগস্ট মাস থেকে বাংলাদেশে হোন্ডা ইয়েস (ইয়াং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স) অ্যাওয়ার্ড প্রোগ্রাম শুরু করেছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোন্ডা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মি. আকিহিরো কামিওকা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মি. হিমিহিকো কাতসুকি, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ, জাইকার মহাব্যবস্থাপক মি. হিতোশি হিরাতা, একমাত্রা সোসাইটির মি. হিরোকি ওয়াতানাবে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের অর্থ ও বাণিজ্য বিভাগের প্রধান মি. শাহ মুহাম্মদ আশেকুর রহমান এবং বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিরা।
এশিয় দেশগুলোর ভবিষ্যৎ উন্নয়ন ত্বরাণি¦ত করতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নেতৃত্বকে উৎসাহিত করাই এই পুরস্কারের প্রধান লক্ষ্য। ইয়েস অ্যাওয়ার্ড প্রোগ্রামের উদ্দেশ্য হলো, ভবিষ্যৎ উন্নয়নে নেতৃত্ব দেয়ার মতো উদ্ভাবনী দক্ষতাসম্পন্ন ছাত্রদের খুঁজে বের করে তাদের অনুপ্রাণিত করা; যারা সৃষ্টিশীল প্রযুক্তির উদ্ভাবন ও বাস্তবায়নের মাধ্যমে মানবসভ্যতার যথার্থ উপলব্ধিতে সহায়তা করার পাশাপাশি মানুষ ও তার চারপাশের পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রক্ষা করবে। এই পুরস্কার কর্মসূচির শুরু ২০০৬ সালে ভিয়েতনামে। এরপর এশিয়ার অন্যান্য দেশ যেমন: ভারত, কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে প্রচলন করা হয়েছে; কারণ এসব দেশের অর্থনীতির পারা উল্লেখযোগ্যভাবে উর্ধ্বমুখী। চূড়ান্ত সাফল্য অর্জনের ক্ষেত্রে দেশভেদে এই পুরস্কারের নিয়মাবলী আলাদা।
বাংলাদেশে ইয়েস (ইয়াং ইঞ্জিনিয়াস অ্যান্ড সায়েন্টিস্ট’স) অ্যাওয়ার্ড প্রচলনে চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে সম্পৃক্ত করে শুরুর কথা ভাবা হয়েছে। এগুলো হলো:
১. বাংলাদেশ ইউসিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)
২. চট্টগ্রাম ইউসিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (চুয়েট)
৩. খুলনা ইউসিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (কুয়েট)
৪. রাজশাহী ইউসিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট)
নির্ধারিত এই চারটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর নির্বাচিত চারজন আন্ডারগ্রাজুয়েট ছাত্রের প্রত্যেককে ৩০০০ ডলার করে প্রদান করা হবে। উপরন্তু, হোন্ডা ইয়েস অ্যাওয়ার্ড প্লাস প্রোগ্রামের অধীনে এই বিজয়ীরা বছরে পুরস্কার/অনুদান হিসাবে অতিরিক্ত ১০ হাজার ডলার পেতে পারবে। এক্ষেত্রে অবশ্য পুরস্কার প্রাপ্তির তিন বছর পরও স্নাতোকোত্তর পর্যায়ে তাদের পড়াশুনা অব্যাহত রাখতে হবে কিংবা বিদেশে পড়াশুনার কর্মসূচির আওতায় জাপানী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনা করতে বা ইন্টার্নশিপ কর্মসূচিতে জাপানের গবেষণা প্রতিষ্ঠান অথবা হোন্ডা ফাউন্ডেশন অনুমোদিত বেরসকারি প্রতিষ্ঠানে কাজ করতে হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্তমানে নির্ধারিত রয়েছে ২০২০ সালের জানুয়ারি মাসে।
গতির স্বাধীনতা আর আনন্দকে পূর্ণতা দিতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) অবশ্য পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি করে মোটরসাইকেলও উপহার দেবে।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর