বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। দেশে ইতোমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দেশজুড়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা অতীব জরুরি। তাই এই ক্রান্তিলগ্নে হোম কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশের আপামর জনসাধারণের সুবিধার্থে ফ্রি চিকিৎসা পরামর্শ সেবা চালু করেছে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ।
হৃদরোগ ও অন্যান্য রোগের ফ্রি চিকিৎসা পরামর্শ সেবা পেতে সাওল-এর বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে থেকে যেকোনো একজনকে হোয়াটসঅ্যাপ কল করে এই সেবা পাওয়া যাবে। ইতোমধ্যে গত ৭ দিন ধরে সারা দেশ থেকে অসংখ্য মানুষ তাদের এই ফ্রি চিকিৎসা পরামর্শ সেবা গ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ