দোহা, কাতার- ফ্রন্টলাইন পেশাজীবী স্বাস্থ্য কর্মীদের জন্য বিনামূল্যে এক লাখ টিকেট দেবে কতার এয়ারওয়েজ। বর্তমান করোনা মহামারিতে যে সকল পেশাদার স্বাস্থ্যকর্মী, বীর যোদ্ধার মত ফ্রন্টলাইনে দাঁড়িয়ে, রোগীদের পরিচর্যা করছেন, তাদের “ধন্যবাদ” জানাবার জন্য কাতার এয়ারওয়েজের এই ফ্রি টিকেট অফার করা হচ্ছে।
চলতি মাসগুলোতে ২৪/৭ দিনে ফ্লাইট চালিয়ে (১০০টির উপরে চার্টার ফ্লাইটসহ) এক মিলিয়ন বিপদাগ্রস্ত মানুষকে ঘরে পৌঁছে দেবার ফলস্বরূপ কাতার এয়ারওয়েজ বিশ্বজুড়ে যাত্রীদের এবং বিভিন্ন সরকারের প্রসংশা অর্জন করেছে।
টিকেটের অফারটি লবে ১২ মে, ০০:০১ থেকে ১৮ মে, ২৩:৫৯ (দোহা টাইম) পর্যন্ত। স্বাস্থ্যকর্মীরা এই বিশেষ অফারটির জন্য এইখানে রেজিস্টার করতে পারবেন qatarairways.com/ThankYouHeroes এবং একটি বিশেষ কোড নং ব্যবহার করে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।
এই প্রসঙ্গে কাতার এয়ারওয়েজ গ্রুপের CEO, His Excellency, Mr. Akbar Baker বলেন, কাতার এয়ারওয়েজের আমরা সকলে, যে সকল স্বাস্থ্যকর্মীরা এই কঠিন অবস্থায় শতভাগ নিষ্ঠা ও অঙ্গীকার দিয়ে রোগীদের পরিচর্যা করছেন, তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাদের মায়া, নিষ্ঠা এবং পেশাগত কর্মদক্ষতা, সারা বিশ্বে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে।
“আমরা আমাদের কৃতজ্ঞতা সবার সাথে সম্মিলিতভাবে ভাগ করে নিতে চাই। তাই এখন সময় এসেছে আমাদের পক্ষ থেকে তাদের কিছু দেবার। যদিও আমরা কোনভাবেই স্বাস্থ্যকর্মীদের ঋণ শোধ করতে পারব না। কিন্তু এই সামান্য অফারটি দিয়ে তাদের প্রাপ্য ছুটি কাটানোর ব্যবস্থা করে দিতে চাই। হয়ত পরিবারের কাছে বা স্বপ্নে দেখা কোন বেড়াবার স্থানে তাদের যাবার সুযোগ করে দিতে চাই, যখন ভ্রমন নিষেধাজ্ঞা কিছুটি শিথিল করা হবে।”
বিডি প্রতিদিন/আরাফাত