বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আসন্ন গ্রীষ্মকালীন সেমিস্টারের আওতায় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে। এসইউবি'র স্থাপত্য, বিজনেস স্টাডিজ, সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন, ইংরেজি, সিএসই, ফার্মেসি, আইন ও খাদ্য প্রকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে আগামী ১লা জুন থেকে এসব ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.sub.edu.bd/admission এই ঠিকানায় পাওয়া যাবে।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাত মসজিদ সড়কস্থ মেইন ক্যাম্পাস, কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাস ও দক্ষিণ পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসের জন্য এসব ভর্তি নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল