রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

গোলযোগপূর্ণ জেলায় যাচ্ছে না পণ্যবাহী যান

নারায়ণগঞ্জ থেকে সংঘাতপূর্ণ কোনো জেলায় পণ্য পরিবহন যান ট্রাক বা কভার্ড ভ্যান যাচ্ছে না। গতকাল এ তথ্য জানান নারায়ণগঞ্জ ট্রাকমালিক সমিতির সভাপতি শফিউদ্দিন প্রধান। তিনি বলেন, সাতক্ষীরা বগুড়া, লক্ষীপুর নোয়াখালী ও রাজশাহীসহ যেসব জেলা বা বিভাগে ধ্বংসাত্দক কর্মকাণ্ড চলছে সে এলাকাগুলোতে নারায়ণগঞ্জ থেকে কোনো পণ্য নিয়ে যাচ্ছে না পরিবহনচালকরা। ব্যবসায়ীদের অনুরোধে চালকরা সাফ জানিয়ে দিচ্ছে, জীবনের চেয়ে টাকার মূল্য বেশি নয়। নিতাইগঞ্জের ট্রাকচালক হাবিব জানান, অবরোধের মধ্যে পরিস্থিতি বুঝে চট্টগ্রাম যাই। তবে যেসব এলাকায় গণ্ডগোল বেশি সেখানে যাচ্ছি না। অবরোধে ভাড়া বেড়ে যাওয়া প্রসঙ্গে ট্রাকমালিক সমিতির সভাপতি আরও জানান, অবরোধের মধ্যেই নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম পণ্য পরিবহনে ট্রাকভাড়া ৫০ থেকে ৭০ হাজার ও কভার্ড ভ্যান ভাড়া ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ভাড়া নিয়েছে ব্যবসায়ীরা। বর্তমানে অবরোধ না থাকায় একটি ট্রাক ভাড়া ২৫-৩০ হাজার টাকায় নেমেছে। অবরোধ না থাকা অবস্থায় একটি ট্রাক বা কভার্ড ভ্যান ভাড়া ছিল ১০ থেকে ১৫ হাজার টাকা। তবে দেশব্যাপী চলমান সংকটের অবসান হলে ভাড়া স্বাভাবিক মূল্যে ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর