মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
চাঁদাবাজির প্রতিবাদ

সড়কে এলোপাতাড়ি বাস রেখে অবরোধ

চাঁদাবাজি ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল দুপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে এলোপাতাড়ি বাস রেখে অবরোধ করে রাখেন শ্রমিকরা। গতকাল বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত দিঘীরপাড় ট্রাসপোর্ট লিমিটেডের শ্রমিকরা মুক্তারপুর সেতুর সংযোগস্থলে এ অবরোধ সৃষ্টি করেন। পরে নারায়ণগঞ্জ পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে দিঘীরপাড় ট্রাসপোর্টের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ঢাকা আন্তঃজেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক ছানাউল্লা বলেন, নারায়ণগঞ্জের চরসৈয়দপুরের ফকিরবাড়ির দেলোয়ার হোসেন নামের এক সন্ত্রাসী দিঘীরপাড় ট্রান্সপোর্টের গাড়িপ্রতি ৫ হাজার টাকার চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ফকিরবাড়ি এলাকায় সন্ত্রাসীরা দিঘীরপাড় ট্রান্সপোর্টের পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করে ও তিনটি গাড়ি আটকে রাখে।

সর্বশেষ খবর