শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
মদ ট্র্যাজেডি’ মামলা

ধরাছোঁয়ার বাইরে হোতারা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিহারীপাড়ায় ‘মদ ট্র্যাজেডির’ প্রায় এক মাস পেরিয়ে গেলেও এ ঘটনায় করা মামলার মূল আসামি মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়া, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে মিঠু মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছইয়ার বাড়িতেই মদ খেয়ে মারা যান দুইভাইসহ ১১ জন। মামলার বাদী ও এলাকাবাসীর অভিযোগ, এই তিন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। তারা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে কোতায়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মূল তিন আসামি ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের গ্রেফতারে বিলম্ব হচ্ছে। তবে পুলিশ তাদের পেছনে লেগে আছে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাতে বিহারীপাড়ার মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদপানের পর বিষক্রিয়ায় ট্রাকচালক, হেলপার, কসাই ও রংমিস্ত্রিসহ বিভিন্ন পেশার ১১ জন মারা যান। এ ঘটনায় নিহত নাসিম মণ্ডল ও মনু মণ্ডলের ভাই আমিন বাদী হয়ে মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়া, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে মিঠু মিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর