চুয়াডাঙ্গায় যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। দুই মাস আগে জেলা যুবলীগের কমিটি ঘোষণার পর থেকে দীর্ঘদিনের এ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। দুই গ্রুপের কোন্দলের কারণে গত সোমবার জীবন দিতে হয়েছে এক যুবলীগ কর্মীকে। আহত হয়েছেন বেশকিছু নেতা-কর্মী। এসব কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই মঙ্গলবার দুমাস আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। জানা গেছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওবায়দুর রহমান চৌধুরী ওরফে জিপু চৌধুরীকে আহ্বায়ক ও জিল্লুর রহমান ওরফে জিল্লুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০০৪ সালে কেন্দ্রীয় কমিটি আরেফিন আলম রঞ্জুকে আহ্বায়ক ও আসাদুজ্জামান কবিরকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করেছিল। সেই কমিটি আর পূর্ণাঙ্গ রূপ পায়নি। তার আগেই ১১ বছর পর কেন্দ্রীয় কমিটি আরেকটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই যুবলীগের দুই গ্রুপের প্রকাশ্য তৎপরতায় অশান্ত হয়ে উঠে চুয়াডাঙ্গা। নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে জিপু চৌধুরী গ্রুপের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে বিভিন্ন এলাকায়। অন্যদিকে যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার গ্রুপ কমিটিকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করে। দুই গ্রুপ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করার প্রতিযোগিতায় মেতে ওঠে। এসব কর্মকাণ্ডের মধ্যেই তারা জড়িয়ে পড়ে হামলা সংঘর্ষে। দুই মাস ধরে যুবলীগের দুই গ্রুপের শান্তিপূর্ণ কিছু সমাবেশ ও শোডাউনের পাশাপাশি হামলা-পাল্টা হামলা ঘটনার সবশেষটি ঘটে সোমবার সন্ধ্যায়। এদিন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে প্রতিপক্ষের হামলায় খুন হন যুবলীগ কর্মী আজিজুল ইসলাম। এ ঘটনার জেরেই কেন্দ্রীয় কমিটি বর্তমান আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে বলে একাধিক সূত্রের দাবি।
শিরোনাম
- রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- ফেনীতে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
- পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
যুবলীগের কমিটি ঘোষণার পরই অশান্ত চুয়াডাঙ্গা
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর