চুয়াডাঙ্গায় যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। দুই মাস আগে জেলা যুবলীগের কমিটি ঘোষণার পর থেকে দীর্ঘদিনের এ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। দুই গ্রুপের কোন্দলের কারণে গত সোমবার জীবন দিতে হয়েছে এক যুবলীগ কর্মীকে। আহত হয়েছেন বেশকিছু নেতা-কর্মী। এসব কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই মঙ্গলবার দুমাস আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। জানা গেছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওবায়দুর রহমান চৌধুরী ওরফে জিপু চৌধুরীকে আহ্বায়ক ও জিল্লুর রহমান ওরফে জিল্লুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০০৪ সালে কেন্দ্রীয় কমিটি আরেফিন আলম রঞ্জুকে আহ্বায়ক ও আসাদুজ্জামান কবিরকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করেছিল। সেই কমিটি আর পূর্ণাঙ্গ রূপ পায়নি। তার আগেই ১১ বছর পর কেন্দ্রীয় কমিটি আরেকটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই যুবলীগের দুই গ্রুপের প্রকাশ্য তৎপরতায় অশান্ত হয়ে উঠে চুয়াডাঙ্গা। নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে জিপু চৌধুরী গ্রুপের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে বিভিন্ন এলাকায়। অন্যদিকে যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার গ্রুপ কমিটিকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করে। দুই গ্রুপ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করার প্রতিযোগিতায় মেতে ওঠে। এসব কর্মকাণ্ডের মধ্যেই তারা জড়িয়ে পড়ে হামলা সংঘর্ষে। দুই মাস ধরে যুবলীগের দুই গ্রুপের শান্তিপূর্ণ কিছু সমাবেশ ও শোডাউনের পাশাপাশি হামলা-পাল্টা হামলা ঘটনার সবশেষটি ঘটে সোমবার সন্ধ্যায়। এদিন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে প্রতিপক্ষের হামলায় খুন হন যুবলীগ কর্মী আজিজুল ইসলাম। এ ঘটনার জেরেই কেন্দ্রীয় কমিটি বর্তমান আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে বলে একাধিক সূত্রের দাবি।
শিরোনাম
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
যুবলীগের কমিটি ঘোষণার পরই অশান্ত চুয়াডাঙ্গা
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর