চুয়াডাঙ্গায় যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। দুই মাস আগে জেলা যুবলীগের কমিটি ঘোষণার পর থেকে দীর্ঘদিনের এ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। দুই গ্রুপের কোন্দলের কারণে গত সোমবার জীবন দিতে হয়েছে এক যুবলীগ কর্মীকে। আহত হয়েছেন বেশকিছু নেতা-কর্মী। এসব কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই মঙ্গলবার দুমাস আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। জানা গেছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওবায়দুর রহমান চৌধুরী ওরফে জিপু চৌধুরীকে আহ্বায়ক ও জিল্লুর রহমান ওরফে জিল্লুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০০৪ সালে কেন্দ্রীয় কমিটি আরেফিন আলম রঞ্জুকে আহ্বায়ক ও আসাদুজ্জামান কবিরকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করেছিল। সেই কমিটি আর পূর্ণাঙ্গ রূপ পায়নি। তার আগেই ১১ বছর পর কেন্দ্রীয় কমিটি আরেকটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই যুবলীগের দুই গ্রুপের প্রকাশ্য তৎপরতায় অশান্ত হয়ে উঠে চুয়াডাঙ্গা। নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে জিপু চৌধুরী গ্রুপের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে বিভিন্ন এলাকায়। অন্যদিকে যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার গ্রুপ কমিটিকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করে। দুই গ্রুপ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করার প্রতিযোগিতায় মেতে ওঠে। এসব কর্মকাণ্ডের মধ্যেই তারা জড়িয়ে পড়ে হামলা সংঘর্ষে। দুই মাস ধরে যুবলীগের দুই গ্রুপের শান্তিপূর্ণ কিছু সমাবেশ ও শোডাউনের পাশাপাশি হামলা-পাল্টা হামলা ঘটনার সবশেষটি ঘটে সোমবার সন্ধ্যায়। এদিন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে প্রতিপক্ষের হামলায় খুন হন যুবলীগ কর্মী আজিজুল ইসলাম। এ ঘটনার জেরেই কেন্দ্রীয় কমিটি বর্তমান আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে বলে একাধিক সূত্রের দাবি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
যুবলীগের কমিটি ঘোষণার পরই অশান্ত চুয়াডাঙ্গা
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর