মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

অষ্টম পে-স্কেল বাস্তবায়ন দাবি

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

প্রতিদিন ডেস্ক

সরকার ঘোষিত তারিখ থেকে বকেয়াসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেল প্রদান এবং শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গতকাল সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের খবর— বরিশাল : নগরীর সদর রোড বিবির পুকুর পাড়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির (বাকবিশিস) উদ্যোগে মানববন্ধন হয়। একই সময় অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। পিরোজপুর : সদর উপজেলা মুজিব চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যাল শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখা। এ সময় শিক্ষক নেতারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম বেতন স্কেল অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। গোপালগঞ্জ : জেলা প্রেসক্লাবের সামনে সদর উপজেলা শিক্ষকসমিতি মানববন্ধন করে। বঙ্গবন্ধু সড়কে চলা ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা কমিটির নেতারও যোগ দেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ  করেন আন্দোলনকারীরা। দিনাজপুর : বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) ডাকে দিনাজপুর প্রেসক্লাব সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা, অবিলম্বে অষ্টম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মাগুরা : জেলা শহরের এমআর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারি চাকরিজীবীদের সঙ্গে একই সময় জাতীয় বেতন স্কেল প্রদানের দাবি জানান বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি মাগুরা শাখার নেতারা।

ময়মনসিংহ : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধামমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা শিক্ষক সমিতি। এছাড়া একই দাবিতে বাগেরহাট, নেত্রকোনা, কুড়িগ্রাম, মাদারীপুর, রংপুরের বদরগঞ্জ, মাদারীপুরের কালকিনি, জামালপুরের মেলান্দহ ও বরগুনার আমতলী উপজেলায় গতকাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর