কৃষক যাতে ন্যায্য মূল্যে ধান পান, সে লক্ষ্যে শেরপুরে সরাসরি তাদের কাছ থেকে প্রতিকেজি ২৩ টাকা দরে ১৩ হাজার ৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্তে বাজারে ধানের দাম বাড়তে শুরু করলেও সরকারি সব শর্ত মেনে ধান দিতে পারছেন না কৃষক। শর্তের মধ্যে রয়েছে— ধানের আর্দ্রতা থাকতে হবে সর্বোচ্চ ১৪%, চিটা থাকবে সর্বোচ্চ দশমিক ৫%, বিজাতীয় পদার্থ থাকবে শূন্য দশমিক ৫%, মিশ্রণ থাকবে ৮%। এ কারণে গত এক মাসে ধান সংগ্রহ হয়েছে মাত্র এক হাজার ১৫২ টন ৪৬০ কেজি। যা লক্ষ্যমাত্রার মাত্র ৮.৬৩%। প্রতিদিন গুদামগুলোতে ধানের নমুনা নিয়ে সরকারি শর্ত পূরণ না হওয়ার কারণে শত শত কৃষক ফিরে যাচ্ছেন। শর্ত শিথিল না করলে সরকারের ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে না বলে জানান সংশ্লিষ্টরা। সরকারি নির্দেশমতে কৃষকের ধান বিক্রির ব্যাপারে প্রতিটি এলাকায় সিন্ডিকেট তত্পর বলে অভিযোগ উঠেছে। কৃষকের কার্ড হাতিয়ে প্রভাব খাটিয়ে গুদামে ধান সরবরাহের চেষ্টা করছেন তারা। একদিকে সরকারের ‘কঠিন’ শর্ত অন্যদিকে সিন্ডিকেট— এ পরিস্থিতিতে সরকারের আসল উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। মুনাফা যাচ্ছে না কৃষকের পকেটে। সদর উপজেলার এসএমও আসাদুজ্জামান খান জানান, শর্তের ব্যাপারে কৃষকরা আপত্তি তুললেও একটু লাভের আশায় ধান গুদামে আনছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন জানান, শর্ত মেনেই কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। সরবরাহকৃত ধানের মূল্য ক্রস চেকে সরাসরি কৃষকের হিসাব নম্বরে দেওয়া হয়; সুতরাং সিন্ডিকেটের সুযোগ নেই। জেলা প্রশাসক ও জেলা ধান সংগ্রহ কমিটির আহবায়ক ডা. এএম পারভেজ রহিম ধানের চিটার শর্তটি কঠিন স্বীকার করে বলেন— বিষয়টি মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, যারা ধান দেওয়ার ক্ষেত্রে এই শর্ত দিয়েছেন তারাও শর্তানুযায়ী ধান প্রস্তুত করতে পারবেন না। নীতিমালা করার সময় কৃষকদের সঙ্গে কথা বলা উচিত ছিল। মোস্তাক নামে আরেক কৃষক বলেন, ধানের বরাদ্দ পেয়েছি আধা টন। সাত বার ধান ঝেড়ে গুদামে নিয়ে গেলে পরীক্ষায় দেখা যায় চিটার পরিমাণ শর্তের চেয়ে বেশি। আর ধান নিয়ে গুদামে আসবো কিনা ভাবছি। জানা যায়, গত ২৫ মার্চ নালিতাবাড়ী উপজেলায় ধান সংগ্রহ উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ভিডিওকনফারেন্সে কৃষকের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষকরা মন্ত্রীকে ধান নেওয়ার ক্ষেত্রে দেওয়া শর্ত কিছুটা শিথিল করার অনুরোধ জানালে তিনি বিবেচনা করার আশ্বাস দেন। মোরেলগঞ্জে আর্দ্রতা পরীক্ষা করে ধান সংগ্রহ : মোরেলগঞ্জ প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল শুরু হয়েছে সরকারিভাবে ধান ক্রয়। কর্মসূচি উদ্বোধনকালে ইউএনও ওবায়দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম শহিদুল হক জানান, ২৩ টাকা প্রতি কেজি দরে ধান ক্রয় করা হবে। ধান কেনার আগে কৃষকদের কাছ থেকে নমুনা নিয়ে ডিজিটাল মেশিনে আর্দ্রতা পরীক্ষা করা হয়। ভেজা, কাঁচা ও তামাটে রঙের ধান ক্রয় বিক্রয় চলবে না। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান ক্রয় অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল