পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামছেন। দেশের তিন শতাধিক পৌরসভায় কর্মরত ২২ হাজার কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন-ভাতার দাবিতে এ আন্দোলনের ডাক দেবে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। বুধবার রাতে বগুড়া পৌরসভার সভাকক্ষে জেলার ১২ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভা করে ঈদের পর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখা জানিয়েছে, বর্তমানে দেশে ৩২৪টি বিভিন্ন ক্যাটাগরির পৌরসভা রয়েছে। এসব পৌরসভায় কর্মরত আছেন প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারী। আর্থিক সংকটের কারণে পৌর কর্তৃপক্ষ নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করতে না পারায় তাদের ২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। মতবিনিময় সভায় জেলার আট পৌরসভার মেয়ররা অংশ নিয়ে তারাও দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। সভায় অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা আহ্বায়ক নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, কাহালুর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, শিবগঞ্জের মেয়র তৌহিদুর রহমান মানিক, নন্দীগ্রামের মেয়র কামরুল হাসান সিদ্দিকী, গাবতলীর মেয়র সাইফুল ইসলাম, তালোড়ার মেয়র আবদুল জলিল, সারিয়াকান্দির মেয়র আলমগীর শাহী সুমন, ধুনটের মেয়র এ জি এম বাদশা। বগুড়া পৌরসভার শহর পরিকল্পনাবিদ ও জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আল মেহেদি হাসান জানান, জেলার বেশির ভাগ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান না। ঈদের আগে বেতন-ভাতা দিতে হবে। না হলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে নামা হবে।
শিরোনাম
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামছেন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর