পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামছেন। দেশের তিন শতাধিক পৌরসভায় কর্মরত ২২ হাজার কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন-ভাতার দাবিতে এ আন্দোলনের ডাক দেবে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। বুধবার রাতে বগুড়া পৌরসভার সভাকক্ষে জেলার ১২ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভা করে ঈদের পর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখা জানিয়েছে, বর্তমানে দেশে ৩২৪টি বিভিন্ন ক্যাটাগরির পৌরসভা রয়েছে। এসব পৌরসভায় কর্মরত আছেন প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারী। আর্থিক সংকটের কারণে পৌর কর্তৃপক্ষ নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করতে না পারায় তাদের ২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। মতবিনিময় সভায় জেলার আট পৌরসভার মেয়ররা অংশ নিয়ে তারাও দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। সভায় অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা আহ্বায়ক নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, কাহালুর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, শিবগঞ্জের মেয়র তৌহিদুর রহমান মানিক, নন্দীগ্রামের মেয়র কামরুল হাসান সিদ্দিকী, গাবতলীর মেয়র সাইফুল ইসলাম, তালোড়ার মেয়র আবদুল জলিল, সারিয়াকান্দির মেয়র আলমগীর শাহী সুমন, ধুনটের মেয়র এ জি এম বাদশা। বগুড়া পৌরসভার শহর পরিকল্পনাবিদ ও জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আল মেহেদি হাসান জানান, জেলার বেশির ভাগ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান না। ঈদের আগে বেতন-ভাতা দিতে হবে। না হলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে নামা হবে।
শিরোনাম
- এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন
- নীল রঙের কুকুর! বিজ্ঞানীরাও হতবাক
- শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা
- হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- কানাডায় এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন, যা বলছে ডিএমপি
- মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১
- ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে জেলে গ্রেফতার
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
- আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু
- কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস
- বিরোধীদের দাবি ৭০০ নিহত, সরকার বলছে ‘বিচ্ছিন্ন ঘটনা’
- গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামছেন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর