ঈদের টানা ৯ দিনের ছুটিতে বন্দর এলাকায় নেমে এসেছে সুনসান নীরবতা। ভারত আর বাংলাদেশের ট্রাকের দখলে থাকা বেনাপোলের একমাত্র সড়কটি যেন খাঁ খাঁ করছে। একই অবস্থা কাস্টমস হাউসে। সরকার ঘাটতি রাজস্ব পুষিয়ে নেওয়ার স্বার্থে কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের ছুটি বাতিল করলেও তার কোনো প্রভাব পড়েনি বেনাপোলে। পচনশীল এবং বিদেশে রপ্তানিযোগ্য পণ্য খালাসের জন্য কাস্টমস ও বন্দর খুলে রাখা হলেও মালামাল খালাস নেওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। অফিসের দরজা খুলে কর্মকর্তারা বসে থাকলেও সিএন্ডএফ এজেন্টদের অফিস ঘরগুলোতে ঝুলছে তালা। সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা অফিস না করায় ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক গত ৩ দিন বাংলাদেশে প্রবেশ করেনি। কার্গো ঘরগুলোতে বসে অলস সময় কাটাচ্ছেন দুদেশের কাস্টমস ও বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান সজন জানান, ঢাকা ও চট্টগ্রামের বেশির ভাগ আমদানিকারক ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে। তারা চাচ্ছে না ঈদের সময়ে মালামাল বন্দর থেকে ডেলিভারি নিতে। এছাড়া সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও বন্দরের লেবাররা কাজে না আসলে মালামাল লোড দেওয়া সম্ভব না। অনেক আমদানিকারকের ফ্যাক্টরি কিংবা গোডাউন বন্ধ থাকায় তারাও চাচ্ছে না বন্দর থেকে মালামাল ডেলিভারি নিতে। বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দিন গাজী বলেন, সড়ক ও সেতুমন্ত্রী দেশের সব জাতীয় সড়কে ঈদের ৩ দিন আগে ও পরে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ করায় ট্রাক ড্রাইভাররা ট্রাক নিয়ে বেনাপোলে আসছেন না। ফলে আমদানিকারকদের চাহিদা থাকলেও ট্রাক ও বন্দর শ্রমিকদের অভাবে মালামাল লোড দেওয়া যাচ্ছে না। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার নিতিশ কুমার জানান, সিএন্ডএফ এজেন্টকে চিঠি দিয়ে অফিস খুলে রাখার বিষয়টি জানানো হলেও তারা পণ্য ছাড় না নেওয়ায় রাজস্ব আদায়ে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের কাজে ফেরাতে। বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো বন্দর থেকে পণ্য খালাস নেওয়ার ব্যাপারে আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করছে না। এ কারণে বন্দর থেকে কোনো মালামাল খালাস দেওয়া সম্ভব হচ্ছে না।
শিরোনাম
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের
- শাহবাগে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড, যে ব্যাখ্যা ডিএমপি'র
- ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : সালাহউদ্দিন
- কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
- উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ সেমিনার অনুষ্ঠিত
- জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ টাকা স্থানান্তর, গ্রেপ্তার ২
- মাদারীপুরের ডাসারে সেলুনে বই পড়ার নতুন উদ্যোগ
- বুয়েটের অপূর্বের নেতৃত্বে ‘নিউরাল নিনজাস’ দলের আন্তর্জাতিক সাফল্য
- ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির করলে জনগণই প্রতিরোধ করবে : আইজিপি
- রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
- যমুনামুখী প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা
- অলিম্পিক ২০২৮-এ ক্রিকেট ফিরলেও ধোঁয়াশায় বাংলাদেশ-পাকিস্তান
- ভোট ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ ইসির
- বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি