লক্ষ্মীপুরে বিসিক শিল্পনগরী স্থাপনের ১৯ বছর পরও গড়ে ওঠেনি পর্যাপ্ত পরিমাণ কল-কারখানা। যে কয়েকটি শিল্প-কারখানা গড়ে ওঠেছে সেগুলোও এখন বন্ধ হওয়ার পথে রয়েছে বলে জানান কারখানা মালিকরা। বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট, যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থাসহ চরম অব্যবস্থাপনায় বেহাল দশা বিরাজ করছে সম্ভাবনাময় লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে। লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে বেকার সমস্যার সমাধান ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শহরের অদূরে বাঞ্চানগর এলাকায় ১৬ একর ভূমির ওপর ১৯৯৭ সালে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার কাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ২০০৪ সালে শিল্পনগরীর কাজ সম্পন্ন করা হয়। তৈরি করা হয় তিন ক্যাটাগরির ১০০টি প্লট। বর্তমান ২০১৬ সাল পর্যন্ত এসে এসব প্লটের ৫৮টি শিল্প প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭টি প্রকল্প চালু রয়েছে, আর ২৭টিতে নির্মাণকাজ চলছে, বাকি ৪টি প্রকল্প উৎপাদনজনিত সমস্যার কারণে বন্ধ রয়েছে। বেকারি, ওয়েল মিল, সয়াবিন প্রক্রিয়াজাতকরণ, অটো রাইসমিল ও মবিল রি-প্যাকিং ফ্যাক্টরিসহ বর্তমান সময়ে বিসিক শিল্পনগরীতে হাতেগোনা কয়েকটি শিল্প-প্রতিষ্ঠান থাকলেও গ্যাস, বিদ্যুৎ সংকট ও পানির সমস্যার কারণে সেগুলোও এখন বন্ধের উপক্রম হয়েছে বলে জানান স্থাপিত কারখানা মালিকরা। এ ছাড়া মূল ফটক থেকে শুরু করে বিসিক এলাকার সব রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে খানাখন্দে ভরে গেছে এখন, এতে করে পণ্য আনা-নেওয়াসহ যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নতা ঘটছে বলে জানান বিভিন্ন গাড়ির চালকরা। বিসিক এলাকার সব ড্রেন সরু হওয়ায় ময়লা নিষ্কাশন না হয়ে জমাট বেঁধে আছে। এতে করে দুর্গন্ধসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান কারখানা শ্রমিকরা। বিসিক কর্তৃপক্ষ প্রতি বছর সাড়ে চার হাজার টাকা সার্ভিস চার্জ নিলেও কোনো সুযোগ-সুবিধা ও যথাযথ তদারকি না করাসহ প্রকৃত শিল্প উদ্যোক্তাদের প্লট বরাদ্দ না দিয়ে অর্থের বিনিময়ে অসাধু বিসিক কর্মর্তারা ব্যক্তি বিশেষের নামে-বেনামে ৫/৭টি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজুল হাসান টিপু ও একাধিক ব্যবসায়ী। এতে করে বিসিক শিল্পনগরীতে কারখানা স্থাপন থেকে শিল্প উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন জানিয়ে সব সমস্যা সমাধান করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। এদিকে বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো. তাজুল ইসলাম এসব সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, প্লট বরাদ্দ প্রাপ্তদের উৎপাদনের বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু তারা গ্যাস সংকটের কারণে বিলম্ব করছেন। প্রথম পর্যায়ে যারা বরাদ্দের জন্য এসেছে তাদের বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু তারা সঠিক শিল্প উদ্যোক্তা নয় বলে জানান এই কর্মকর্তা।
শিরোনাম
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
১৯ বছরেও গড়ে ওঠেনি পর্যাপ্ত কারখানা
লক্ষ্মীপুর বিসিক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর