শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তারেকের সাজার প্রতিবাদে বিক্ষোভ

রবিবার কুমিল্লায় হরতাল

প্রতিদিন ডেস্ক

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্ট সাত বছরের সাজা দেওয়ার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ করেছে দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে রায় বাতিল দাবিতে কুমিল্লায় রবিবার হরতাল ডাকা হয়েছে। চট্টগ্রাম : রায় ঘোষণার পরই চট্টগ্রামে আদালত ভবনের সামনে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সিলেট : কোর্টপয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে চৌহাট্টা শহীদ মিনারে গিয়ে সমাবেশে করে। নাসিম হোসাইনের সভাপতিত্বে ও আলী আহমদের পরিচালনায় সমাবেশে রেজাউল হাসান কয়েস লোদী, অ্যাড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সালেহ আহমদ খসরু প্রমুখ বক্তৃতা করেন। বগুড়া : জেলা বিএনপি কার্যালয় থেকে ভিপি সাইফুলের নেতৃত্বে মিছিল বের হয়ে কিছুদুর এগুলে পুলিশ বাধা দেয়। ফরিদপুর : মধুখালী উপজেলায় ছাত্রদলের মিছিল পুলিশের হামলায় পণ্ড হয়। সেখান থেকে আটক করা হয় উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, লিটন, টিটু, মাহিনসহ পাঁচজনকে। কুমিল্লা :  কুমিল্লার কান্দিরপাড়ে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ থেকে রবিবার কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়। জামালপুর : শহরের দয়াময়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গেটপাড় এলাকায় আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অ্যাড. ওয়ারেছ আলী মামুন, শফিউর রহমান শফি, মাইনুদ্দিন বাবুল বক্তব্য দেন। এছাড়া সুনামগঞ্জ,  ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালীতে বিক্ষোভ হয়।

সর্বশেষ খবর