শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঈদে মহাসড়কে চাঁদাবাজি রোধে পুলিশের হুঁশিয়ারি

গাজীপুর প্রতিনিধি

ঈদে মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় তিনি বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে পুলিশের পোশাকেও যদি কেউ চাঁদাবাজি করে তবে তার বিরুদ্ধেও সমান আইন প্রয়োগ করা হবে। এ ছাড়া ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। পরে সড়ক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কমিউনিটি পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার  মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকার পুলিশ সুপার শাহমিজান শাফিউর রহমান, হাইওয়ে গাজীপুর জোনের এসপি শফিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর ও রাসেল শেখসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সর্বশেষ খবর