সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভাঙনে পাল্টে যাচ্ছে মানচিত্র

শরীয়তপুর

শরীয়তপুর প্রতিনিধি

ভাঙনে পাল্টে যাচ্ছে মানচিত্র

শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের এই স্কুলটি এরই মধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে —বাংলাদেশ প্রতিদিন

পদ্মা-মেঘনা বেষ্টিত শরীয়তপুরে প্রতি বছর দেখা দেয় নদীভাঙন। এ বছর ভাঙনের তীব্রতা বেশি থাকায় দিশাহারা হয়ে পড়েছেন পদ্মাপারের হাজার হাজার মানুষ। অব্যাহত ভাঙনে ব্যাপক পরিবর্তন ঘটেছে শরীয়তপুর জেলার মানচিত্রে। ভাঙনে প্রতি বছর গৃহ-ভূমিহীন হয়ে অতিদরিদ্র কোটায় ঠাঁই নিচ্ছেন শত শত পরিবারের হাজার হাজার মানুষ। ভিটেবাড়ি, গবাদি পশু ও কৃষিজমিসহ সর্বস্ব হারিয়ে বার্ষিক ভাড়া ভিত্তিতে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন হতভাগারা। আশ্রয় না জোটায় রাস্তার পাশে কোনো রকম দিন কাটছে কবলিত অনেকের।

ভাঙন থেকে রক্ষার দাবিতে পদ্মাপাড়ে মানববন্ধন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠন। ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসনও।

জানা যায়, জাজিরা উপজেলার কুণ্ডেরচর, বিলাশপুর, নড়িয়া উপজেলার কেদারপুর ও ভেদরগঞ্জ উপজেলার তারাবনিয়া ইউনিয়নের ১১টি গ্রামের কয়েক হাজার পরিবার পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। প্রতিদিন ভাঙছে নতুন নতুন এলাকা। একদিকে বৃষ্টি আরেকদিকে নদী ভাঙন—এ নিয়ে বিপাকে পড়েছেন পদ্মাপারের মানুষ।

সর্বশেষ খবর