নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রির দায়ে বরগুনা, ঝালকাঠি পটুয়াখালী ও গাজীপুরে ৩২ জেলে-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল ও মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১২ জুন থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব অভয়াশ্রমে ইলিশ ধরা, বিক্রি ও বাজারে সরবরাহ বন্ধ করে সরকার। প্রতিনিধিদের পাঠানো খবর— বরগুনা : পাথরঘাটা থেকে ইলিশ ধরার প্রস্তুতিকালে দুই ট্রলারসহ ২০ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৬ জনকে দুই বছরের এবং তিনজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা রেখে ছেড়ে তাকে দিয়েছে। দুই বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন— রাসেল, দুলাল, কামাল, মামুন, হাসান, পান্না, জসিম, সাইফুল, কাশেম, আবু তালেব, আয়নাল, স্বপন, বেলাল, মোস্তফা, শাহজালাল ও ছালাম। আবুল বাশার, রুবেল ও হাসানকে দেওয়া হয়েছে এক মাসের দণ্ড। আটক সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ঝালকাঠি : বিষখালি ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। ইলিশ ধরা বন্ধের প্রথম দিনেই গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জাল ও মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় জব্দ জাল। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ ধরছিল খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। বাউফল : পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়ায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বুধবার সকাল থেকে গতকাল পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে হারুন বয়াতি, হালিম বয়াতি নামে দুই জেলের পাঁচ হাজার টাকা করে জরিমান করা হয়। এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে— মিলন, সালাউদ্দিন, জামাল, শাকিল, আলমগীর, বেল্লাল ও ফরিদ নামে সাতজনকে। এ ছাড়া একটি মাছধরা ট্রলার জব্দ ও ১৪০ হাজার মিটার জাল পুড়িয়ে দেওয়া হয়। এদিকে কলাপাড়ায় তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় এক মণ মা ইলিশ উদ্ধার করা হয়। তারা হলেন— শওকত, মোহন ও আফজাল। এছাড়া কুয়াকাটার দুটি মৎস্য আড়তে প্রজননকালীন সময়ে ইলিশ মজুদ রাখার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানা গেছে। গাজীপুর : কালীগঞ্জ বাজারের ইলিশ মাছ বিক্রি করছে-এমন খবরে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশসহ চান মোহন নামে এক ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
৩২ জনকে জেল জরিমানা বিপুল জাল-মাছ জব্দ
নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর