নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রির দায়ে বরগুনা, ঝালকাঠি পটুয়াখালী ও গাজীপুরে ৩২ জেলে-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল ও মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১২ জুন থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব অভয়াশ্রমে ইলিশ ধরা, বিক্রি ও বাজারে সরবরাহ বন্ধ করে সরকার। প্রতিনিধিদের পাঠানো খবর— বরগুনা : পাথরঘাটা থেকে ইলিশ ধরার প্রস্তুতিকালে দুই ট্রলারসহ ২০ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৬ জনকে দুই বছরের এবং তিনজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা রেখে ছেড়ে তাকে দিয়েছে। দুই বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন— রাসেল, দুলাল, কামাল, মামুন, হাসান, পান্না, জসিম, সাইফুল, কাশেম, আবু তালেব, আয়নাল, স্বপন, বেলাল, মোস্তফা, শাহজালাল ও ছালাম। আবুল বাশার, রুবেল ও হাসানকে দেওয়া হয়েছে এক মাসের দণ্ড। আটক সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ঝালকাঠি : বিষখালি ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। ইলিশ ধরা বন্ধের প্রথম দিনেই গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জাল ও মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় জব্দ জাল। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ ধরছিল খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। বাউফল : পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়ায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বুধবার সকাল থেকে গতকাল পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে হারুন বয়াতি, হালিম বয়াতি নামে দুই জেলের পাঁচ হাজার টাকা করে জরিমান করা হয়। এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে— মিলন, সালাউদ্দিন, জামাল, শাকিল, আলমগীর, বেল্লাল ও ফরিদ নামে সাতজনকে। এ ছাড়া একটি মাছধরা ট্রলার জব্দ ও ১৪০ হাজার মিটার জাল পুড়িয়ে দেওয়া হয়। এদিকে কলাপাড়ায় তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় এক মণ মা ইলিশ উদ্ধার করা হয়। তারা হলেন— শওকত, মোহন ও আফজাল। এছাড়া কুয়াকাটার দুটি মৎস্য আড়তে প্রজননকালীন সময়ে ইলিশ মজুদ রাখার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানা গেছে। গাজীপুর : কালীগঞ্জ বাজারের ইলিশ মাছ বিক্রি করছে-এমন খবরে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশসহ চান মোহন নামে এক ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
শিরোনাম
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
৩২ জনকে জেল জরিমানা বিপুল জাল-মাছ জব্দ
নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর