নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রির দায়ে বরগুনা, ঝালকাঠি পটুয়াখালী ও গাজীপুরে ৩২ জেলে-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল ও মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১২ জুন থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব অভয়াশ্রমে ইলিশ ধরা, বিক্রি ও বাজারে সরবরাহ বন্ধ করে সরকার। প্রতিনিধিদের পাঠানো খবর— বরগুনা : পাথরঘাটা থেকে ইলিশ ধরার প্রস্তুতিকালে দুই ট্রলারসহ ২০ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৬ জনকে দুই বছরের এবং তিনজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা রেখে ছেড়ে তাকে দিয়েছে। দুই বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন— রাসেল, দুলাল, কামাল, মামুন, হাসান, পান্না, জসিম, সাইফুল, কাশেম, আবু তালেব, আয়নাল, স্বপন, বেলাল, মোস্তফা, শাহজালাল ও ছালাম। আবুল বাশার, রুবেল ও হাসানকে দেওয়া হয়েছে এক মাসের দণ্ড। আটক সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ঝালকাঠি : বিষখালি ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। ইলিশ ধরা বন্ধের প্রথম দিনেই গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জাল ও মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় জব্দ জাল। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ ধরছিল খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। বাউফল : পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়ায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বুধবার সকাল থেকে গতকাল পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে হারুন বয়াতি, হালিম বয়াতি নামে দুই জেলের পাঁচ হাজার টাকা করে জরিমান করা হয়। এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে— মিলন, সালাউদ্দিন, জামাল, শাকিল, আলমগীর, বেল্লাল ও ফরিদ নামে সাতজনকে। এ ছাড়া একটি মাছধরা ট্রলার জব্দ ও ১৪০ হাজার মিটার জাল পুড়িয়ে দেওয়া হয়। এদিকে কলাপাড়ায় তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় এক মণ মা ইলিশ উদ্ধার করা হয়। তারা হলেন— শওকত, মোহন ও আফজাল। এছাড়া কুয়াকাটার দুটি মৎস্য আড়তে প্রজননকালীন সময়ে ইলিশ মজুদ রাখার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানা গেছে। গাজীপুর : কালীগঞ্জ বাজারের ইলিশ মাছ বিক্রি করছে-এমন খবরে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশসহ চান মোহন নামে এক ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
৩২ জনকে জেল জরিমানা বিপুল জাল-মাছ জব্দ
নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর