নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রির দায়ে বরগুনা, ঝালকাঠি পটুয়াখালী ও গাজীপুরে ৩২ জেলে-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল ও মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১২ জুন থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব অভয়াশ্রমে ইলিশ ধরা, বিক্রি ও বাজারে সরবরাহ বন্ধ করে সরকার। প্রতিনিধিদের পাঠানো খবর— বরগুনা : পাথরঘাটা থেকে ইলিশ ধরার প্রস্তুতিকালে দুই ট্রলারসহ ২০ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৬ জনকে দুই বছরের এবং তিনজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা রেখে ছেড়ে তাকে দিয়েছে। দুই বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন— রাসেল, দুলাল, কামাল, মামুন, হাসান, পান্না, জসিম, সাইফুল, কাশেম, আবু তালেব, আয়নাল, স্বপন, বেলাল, মোস্তফা, শাহজালাল ও ছালাম। আবুল বাশার, রুবেল ও হাসানকে দেওয়া হয়েছে এক মাসের দণ্ড। আটক সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ঝালকাঠি : বিষখালি ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। ইলিশ ধরা বন্ধের প্রথম দিনেই গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জাল ও মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় জব্দ জাল। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ ধরছিল খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। বাউফল : পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়ায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বুধবার সকাল থেকে গতকাল পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে হারুন বয়াতি, হালিম বয়াতি নামে দুই জেলের পাঁচ হাজার টাকা করে জরিমান করা হয়। এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে— মিলন, সালাউদ্দিন, জামাল, শাকিল, আলমগীর, বেল্লাল ও ফরিদ নামে সাতজনকে। এ ছাড়া একটি মাছধরা ট্রলার জব্দ ও ১৪০ হাজার মিটার জাল পুড়িয়ে দেওয়া হয়। এদিকে কলাপাড়ায় তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় এক মণ মা ইলিশ উদ্ধার করা হয়। তারা হলেন— শওকত, মোহন ও আফজাল। এছাড়া কুয়াকাটার দুটি মৎস্য আড়তে প্রজননকালীন সময়ে ইলিশ মজুদ রাখার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানা গেছে। গাজীপুর : কালীগঞ্জ বাজারের ইলিশ মাছ বিক্রি করছে-এমন খবরে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশসহ চান মোহন নামে এক ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
৩২ জনকে জেল জরিমানা বিপুল জাল-মাছ জব্দ
নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর