নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও বিক্রির দায়ে বরগুনা, ঝালকাঠি পটুয়াখালী ও গাজীপুরে ৩২ জেলে-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল ও মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১২ জুন থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব অভয়াশ্রমে ইলিশ ধরা, বিক্রি ও বাজারে সরবরাহ বন্ধ করে সরকার। প্রতিনিধিদের পাঠানো খবর— বরগুনা : পাথরঘাটা থেকে ইলিশ ধরার প্রস্তুতিকালে দুই ট্রলারসহ ২০ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৬ জনকে দুই বছরের এবং তিনজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা রেখে ছেড়ে তাকে দিয়েছে। দুই বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন— রাসেল, দুলাল, কামাল, মামুন, হাসান, পান্না, জসিম, সাইফুল, কাশেম, আবু তালেব, আয়নাল, স্বপন, বেলাল, মোস্তফা, শাহজালাল ও ছালাম। আবুল বাশার, রুবেল ও হাসানকে দেওয়া হয়েছে এক মাসের দণ্ড। আটক সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ঝালকাঠি : বিষখালি ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। ইলিশ ধরা বন্ধের প্রথম দিনেই গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জাল ও মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় জব্দ জাল। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ ধরছিল খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। বাউফল : পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়ায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বুধবার সকাল থেকে গতকাল পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে হারুন বয়াতি, হালিম বয়াতি নামে দুই জেলের পাঁচ হাজার টাকা করে জরিমান করা হয়। এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে— মিলন, সালাউদ্দিন, জামাল, শাকিল, আলমগীর, বেল্লাল ও ফরিদ নামে সাতজনকে। এ ছাড়া একটি মাছধরা ট্রলার জব্দ ও ১৪০ হাজার মিটার জাল পুড়িয়ে দেওয়া হয়। এদিকে কলাপাড়ায় তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় এক মণ মা ইলিশ উদ্ধার করা হয়। তারা হলেন— শওকত, মোহন ও আফজাল। এছাড়া কুয়াকাটার দুটি মৎস্য আড়তে প্রজননকালীন সময়ে ইলিশ মজুদ রাখার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানা গেছে। গাজীপুর : কালীগঞ্জ বাজারের ইলিশ মাছ বিক্রি করছে-এমন খবরে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশসহ চান মোহন নামে এক ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ