শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিবগঞ্জ বি.দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগটি করেছেন বিদ্যালয়ের সভাপতি আবুল হাসেম।

অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক এসএম বদরুল হক বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর না নিয়ে বেতন ভাতা উত্তোলন, জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৪ জন শিক্ষক নিয়োগ, ব্যাংকে লেনদেন, বিল ভাউচার ছাড়াই অর্থ ব্যয় ও আত্মসাৎ, নিয়মিত বিদ্যালয়ে না এসে স্বাক্ষর, নিয়মিত কমিটির সভা আহ্বান না করা, পুকুরের মাছ বিক্রির টাকা, মাঠ ভাড়া ও দোকানঘর ভাড়ার টাকা আত্মসাৎসহ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই গাছ বিক্রি ইত্যাদি। অভিযোগে আরও বলা হয়, ২০০৭ সালে বিনা কারণে ৬ জন শিক্ষককে হয়রানি করে বেতন ভাতা বন্ধ করে দেওয়াসহ বিদ্যালয়ের রশিদ ছাড়াই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করেন। বিভিন্ন খাত থেকে প্রধান শিক্ষক প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন সভাপতি। উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগটি শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, ডিজি, দুর্নীতি কমিশনের ডিজি, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর