কুকুর আতঙ্কে ভুগছেন মানিকগঞ্জবাসী। শহরের প্রধান প্রধান সড়কসহ অলিতে-গলিতে এমনকি বড় বড় বিপণিবিতানের সামনে দল বেঁধে বসে থাকে কুকুর। বিভিন্ন হাটবাজারে বিশেষ করে গরু-ছাগল জবাই হয় এমন এলাকায় কুকুরের বিচরণ বেশি। এসব জায়গায় দিনরাত দেখা যায় কুকুরের জটলা। সুযোগ পেলেই এসব কুকুর কামড় বসায় মানুষের হাত-পায়ে। গত তিন বছরে কুকুরের কামড়ে এ জেলায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। মানিকগঞ্জ সিভিল সার্জনের দেওয়া তথ্যানুযায়ী, প্রায় প্রতিদিন শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে ৭০-৮০ জন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে। এদের বেশিরভাগ স্কুল-কলেজের শিক্ষার্থী। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। জানা যায়, ২০১৪ সালে ‘অভয়ারণ্য বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে কুকুর নিধন বন্ধে হাইকোর্টে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন কুকুর নিধন নিষিদ্ধ করেন। কুকুর নিধন কার্যক্রম বন্ধ থাকায় দিন দিন মানিকগঞ্জে বেড়ে চলছে বেওয়ারিশ কুকুর। শহরবাসী সকালে হাঁটাচলা করেন লাঠিহাতে। সিভিল সার্জন ডা. ইমরান আলী বলেন, ২০১৪ থেকে চলতি নভেম্বর মাস পর্যন্ত সদর হাসপাতালে কুকুরে আক্রান্ত রোগী এসেছেন প্রায় ৩৫ হাজার। এর মধ্যে ২০১৪ সালে ছিল ১০ হাজার ৭৯২ জন। ২০১৫ সালে এ সংখ্যা বেড়ে হয় ১১ হাজার ৯১৭। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত রোগী এসেছেন ১১ হাজার ৫০৪ জন। সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে চাহিদার চেয়ে অনেক কম ওষুধ (ভ্যাকসিন) সরবরাহ পাওয়ায় আক্রান্ত অনেককে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয় না। বাইরে থেকে ওষুধ এনে তাদের সেবা দিতে হয়। কুকুরের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে জানিয়ে মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন— আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
শিরোনাম
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
তিন বছরে আক্রান্ত ৩৪ হাজার মানুষ
মানিকগঞ্জে কুকুর আতঙ্ক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর