সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব

নেত্রকোনা প্রতিনিধি

দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব

উৎসবে গারোদের নৃত্য —বাংলাদেশ প্রতিদিন

নেত্রকোনা বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বড়সভার মাঠে গতকাল দিনব্যাপী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় গারোদের থিম সংয়ের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের এমপি জুয়েল আরেং, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ প্রমুখ। প্রতিবছর ধান কাটা উপলক্ষে গারোরা এই উৎসবের আয়োজন করে। গত ১৮ নভেম্বর ১০০টি ড্রাম বাজিয়ে ওয়ানগালা উৎসবের শুরু হয়। এরপর গারো সম্প্রদায় শুরু করে ধান কাটা। ধান কাটা শেষে তারা শস্য দেবতা নিশি শালজংকে উৎসর্গ করে পুনরায় ওয়ানগানা উৎসব করে। গতকালের এ উৎসবে দেশের বিভিন্ন স্থানের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির ১০টি সাংস্কৃতিক দল নিজস্ব কৃষ্টি নৃত্যের তালে তালে তুলে ধরে।

সর্বশেষ খবর