শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় দিকের যানবাহন চলাচল ৩ ঘণ্টা বন্ধ থাকে। এ অবস্থায় বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত কুমিল্লার মাধাইয়া থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু ছাপিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্স, হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে দুর্ভোগের শিকার হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও যানবাহনের চালকরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর একটি অতিরিক্ত মালবাহী ট্রাক ও একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনার কারণে ট্রাকের এক্সেল ভেঙে গিয়ে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরানোর জন্য দাউদকান্দি ও গজারিয়া হাইওয়ে পুলিশের র‌্যাকার দিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া সম্ভব হলেও অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে ট্রাকটি সরানো সম্ভব হয়নি। ৩ ঘণ্টা পর রাত তিনটার দিকে নারায়ণগঞ্জ সওজের হেভি র‌্যাকার দিয়ে অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। গতকাল সাড়ে ১১টায় মহাসড়কে যানজট কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও থেমে থেমে যানজট লেগেছিল। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় যানজট ছিল। কুমিল্লা অংশে তেমন যানজট ছিল না।

সর্বশেষ খবর