শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কুড়িয়ে পাওয়া শিশুটি পরিবারে হস্তান্তর

পুলিশের ধারণা অপহরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নদী বন্দরে কুড়িয়ে পাওয়া শিশুটিকে গতকাল বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে শিশু মেহেদীকে তার বাবা কাওছার মিয়া ও মা শাহিদার কাছে বুঝিয়ে দেওয়া হয়। পুলিশের ধারণা সে অপহরণের শিকার হয়েছিল। জানা যায়, সাড়ে চার বছর বয়সী শিশুটি গত মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর থানা এলাকার বড় বাড়ি থেকে দোকানে চিপস কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিলো। কোথাও তার সন্ধান না পেয়ে জয়দেবপুর থানায় জিডি করে পরিবার। কাওছার মিয়া জানান, মঙ্গলবার রাতেই তার কাছে কে বা কারা ফোন করে মেহেদীর মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে। বুধবার দুপুরে টাকা চেয়ে আবারো ফোন করে। টাকা না দিলে মেহেদীকে হত্যার হুমকি দেয়। গত বুধবার বিকালে শিশু মেহেদীকে বরিশাল নদী বন্দরের টার্মিনালে একা কাঁদতে দেখে জিজ্ঞাসাবাদ করেন নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক রিয়াদ হোসেন। শিশুটি তার নাম মেহেদী, বাবার নাম কাওছার এবং ঠিকানা কখনো গাজীপুর বড়বাড়ি, আবার কখনো টঙ্গী বলে জানায়। সে কিভাবে বরিশাল এসেছে সে ব্যাপারে কিছু বলতে পারেনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, জয়দেবপুর পুলিশের তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজ শিশুর খবর পেয়ে বৃহস্পতিবার বরিশাল আসেন মেহেদীর বাবা-মা।

সর্বশেষ খবর