ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল গতকাল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসটিতে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এর মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শোকর্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কর্মসূচিতে স্থানীয় প্রসাশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিনিধিদের পাঠানো খবর— শেরপুর : প্রথম প্রহরে চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করেন ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে রফিকুল হাসান গণি, চন্দন কুমার পাল, হুমায়ুন কবীর রুমান, হযরত আলী প্রমুখ ফুলেল শ্রদ্ধা জানান। সিরাজগঞ্জ : রাত ১২টা এক মিনিটে মুক্তির সোপানে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন কামরুন্নাহার সিদ্দীকা। এরপর ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, মিরাজউদ্দিন আহম্মেদ, নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মেহেরপুর : সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসক পরিমল শিং, ফরহাদ হোসেন, আনিছুর রহমান, গোলাম রসুল, বশির আহমেদ, মোতাচ্ছিম বিল্লাহ মতুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। ব্রাহ্মণবাড়িয়া : সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন রেজওয়ানুর রহমান, মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া দিবসটি উপলক্ষে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। লালমনিরহাট : দিবসটি উপলক্ষে আদিতমারীতে ভাষা সৈনিক সিরাজুল ইসলাম ও ড. শাফিয়া খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গাজীপুর : প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এসএম আলম ও মো. সোলায়মান। এরপর ইকবাল হোসেন সবুজ, মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনাজপুর : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম। তার সঙ্গে ছিলেন খায়রুল আলম, হামিদুল আলমসহ অনেকে। এ ছাড়া পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আজিজুল ইমাম চৌধুরী, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, বিএনপি নেতা-কর্মীরা। এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। ঠাকুরগাঁও : জেলার একতা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা কলা গাছের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। পরে বের করে শোকর্যালি। পরে আলোচনা সভায় তারিকুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। ঝালকাঠি : কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর : প্রথম প্রহরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। চুয়াডাঙ্গা : দর্শনা পৌরমাঠে আয়োজিত অনির্বাণ একুশে নাট্যমেলায় শিশুদের বর্ণলিখন, বাক্যলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক শিশু চারটি বিভাগে অংশ নেয়। নওগাঁ : মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, ড. মো. আমিনুর রহমান, মো. মোজাম্মেল হক, নজমুল হক সনি প্রমুখ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ঝিনাইদহ : রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন মাহবুব আলম তালুকদার, মিজানুর রহমান, আব্দুল হাইসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতা-কর্মীরা। নোয়াখালী : মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বদরে মুনির ফেরদৌস, একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগ, ইলিয়াছ শরীফ। এছাড়া মেসবাহ উল হক মিঠু, অ্যাড. আবদুর রহমান, মাহবুব আলমগীর আলোসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। চাঁপাইনবাবগঞ্জ : প্রথম প্রহরে শিবগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি মোহা. গোলাম রাব্বানী এবং রহনপুরে পুষ্পমাল্য দেন মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়া জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান— মো. মাহমুদুল হাসান, টিএম মোজাহিদুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুন্সীগঞ্জ : রাত ১২টা ১ মিনিটে সায়লা ফারজানা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে একে ফুল দেন মোহাম্মদ জায়েদুল আলম, আনিস-উজ্জামান আনিস, মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ফেনী : সকাল থেকে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর সংলগ্ন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিন উল আহসান। মাগুরা : ১২টা ১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন। এছাড়া ১৮ ফেব্রুয়ারি থেকে শহরের আতর আলী গণগ্রন্থাগারে শুরু হয়েছে একুশে বই মেলা। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া, সিলেটের বিশ্বনাথ, গাজীপুরের শ্রীপুর, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ফুলেল শ্রদ্ধায় সারা দেশে ভাষা শহীদদের স্মরণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর