ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল গতকাল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসটিতে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এর মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শোকর্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কর্মসূচিতে স্থানীয় প্রসাশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিনিধিদের পাঠানো খবর— শেরপুর : প্রথম প্রহরে চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করেন ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে রফিকুল হাসান গণি, চন্দন কুমার পাল, হুমায়ুন কবীর রুমান, হযরত আলী প্রমুখ ফুলেল শ্রদ্ধা জানান। সিরাজগঞ্জ : রাত ১২টা এক মিনিটে মুক্তির সোপানে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন কামরুন্নাহার সিদ্দীকা। এরপর ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, মিরাজউদ্দিন আহম্মেদ, নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মেহেরপুর : সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসক পরিমল শিং, ফরহাদ হোসেন, আনিছুর রহমান, গোলাম রসুল, বশির আহমেদ, মোতাচ্ছিম বিল্লাহ মতুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। ব্রাহ্মণবাড়িয়া : সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন রেজওয়ানুর রহমান, মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া দিবসটি উপলক্ষে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। লালমনিরহাট : দিবসটি উপলক্ষে আদিতমারীতে ভাষা সৈনিক সিরাজুল ইসলাম ও ড. শাফিয়া খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গাজীপুর : প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এসএম আলম ও মো. সোলায়মান। এরপর ইকবাল হোসেন সবুজ, মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনাজপুর : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম। তার সঙ্গে ছিলেন খায়রুল আলম, হামিদুল আলমসহ অনেকে। এ ছাড়া পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আজিজুল ইমাম চৌধুরী, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, বিএনপি নেতা-কর্মীরা। এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। ঠাকুরগাঁও : জেলার একতা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা কলা গাছের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। পরে বের করে শোকর্যালি। পরে আলোচনা সভায় তারিকুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। ঝালকাঠি : কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর : প্রথম প্রহরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। চুয়াডাঙ্গা : দর্শনা পৌরমাঠে আয়োজিত অনির্বাণ একুশে নাট্যমেলায় শিশুদের বর্ণলিখন, বাক্যলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক শিশু চারটি বিভাগে অংশ নেয়। নওগাঁ : মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, ড. মো. আমিনুর রহমান, মো. মোজাম্মেল হক, নজমুল হক সনি প্রমুখ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ঝিনাইদহ : রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন মাহবুব আলম তালুকদার, মিজানুর রহমান, আব্দুল হাইসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতা-কর্মীরা। নোয়াখালী : মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বদরে মুনির ফেরদৌস, একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগ, ইলিয়াছ শরীফ। এছাড়া মেসবাহ উল হক মিঠু, অ্যাড. আবদুর রহমান, মাহবুব আলমগীর আলোসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। চাঁপাইনবাবগঞ্জ : প্রথম প্রহরে শিবগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি মোহা. গোলাম রাব্বানী এবং রহনপুরে পুষ্পমাল্য দেন মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়া জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান— মো. মাহমুদুল হাসান, টিএম মোজাহিদুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুন্সীগঞ্জ : রাত ১২টা ১ মিনিটে সায়লা ফারজানা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে একে ফুল দেন মোহাম্মদ জায়েদুল আলম, আনিস-উজ্জামান আনিস, মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ফেনী : সকাল থেকে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর সংলগ্ন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিন উল আহসান। মাগুরা : ১২টা ১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন। এছাড়া ১৮ ফেব্রুয়ারি থেকে শহরের আতর আলী গণগ্রন্থাগারে শুরু হয়েছে একুশে বই মেলা। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া, সিলেটের বিশ্বনাথ, গাজীপুরের শ্রীপুর, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
ফুলেল শ্রদ্ধায় সারা দেশে ভাষা শহীদদের স্মরণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর