রংপুর অঞ্চলে বোরো ধানে চাষ ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রতি বছর গড়ে ১০ হাজার হেক্টর করে জমিতে বোরো চাষ হচ্ছে না। এরফলে গত দুই বছরে কমে গেছে ২০ হাজার হেক্টর জমির বোরো আবাদ। এর ফলে ৮২ হাজার ৪০০ মেট্রিক টন ধান উৎপাদন কমে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর আঞ্চলিক কার্যালয় এ তথ্য দিয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে খাদ্যনিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। কৃষকদের অভিযোগ, ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় বোরো চাষে নিরুৎসাহী হয়ে অন্য ফসলের আবাদে ঝুঁকছেন তারা। কৃষি কর্মকর্তারা বলছেন, বোরো চাষের কারণে এ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় সরকারি সিদ্ধান্তে বোরো চাষের পরিবর্তে পানি সাশ্রয়ী ফসল চাষে কৃষকদের উৎসাহী করা হচ্ছে। ফলে বোরো চাষ কমে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর আঞ্চলিক কার্যালয়ের দেওয়া তথ্যে জানা গেছে, ২০১৫ সালে বোরো চাষ মৌসুমে রংপুর অঞ্চলের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বোরো আবাদ হয়েছিল ৫ লাখ ২১ হাজার ২৮৩ হেক্টর জমিতে। গত বছর তা কমে দাঁড়ায় ৫ লাখ ১১ হাজার ৬৮৬ হেক্টরে। আর চলতি মৌসুমে চাষ করা হয়েছে ৫ লাখ ২ হাজার ২৮৩ হেক্টর জমিতে। পক্ষান্তরে ২০১৫ সালে ওই পাঁচ জেলায় আলু আবাদ হয়েছিল ৯০ হাজার ২৫৫ হেক্টর জমিতে। গত বছর তা বেড়ে দাঁড়ায় ৯৪ হাজার ১৬০ হেক্টরে। আর চলতি মৌসুমে চাষ করা হয়েছে ১ লাখ ৬১২ হেক্টর জমিতে। ২০১৫ সালে ভুট্টা আবাদ হয়েছিল ৬৫ হাজার ২০০ হেক্টরে। গত বছর ৬৮ হাজার ১৬০ হেক্টরে এবং চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়ে ৭৬ হাজার ৪২৪ হেক্টরে। রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের চেংমারী গ্রামের কৃষক আতিয়ার রহমান জানান, গত বছর ৬ একর জমিতে বোরো ধান আবাদ করি। একমণ ধানে উৎপাদন খরচ পড়ছিল ৮০০ টাকা। সেই ধান বেচাইছি ৫০০-৬০০ টাকা। আগের বছরও বোরো আবাদ করি অনেক টাকা লোকসান খাইছি। এ বছর ২ একর জমিতে বোরো নাগাইচি। বাকি জমিত আলু আর ভুট্টা আবাদ করছি। রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের কলাবাড়ি গ্রামের কৃষক মতিয়ার রহমান মাস্টার বলেন, ধান আবাদ করে বিক্রি করতে গেলে উৎপাদন খরচ ওঠে না। গত বছর এক মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরি পরিশোধ করা যায় নাই। ছয় একর জমির মধ্যে এ বছর চার একর জমিতেই বোরো ধান চাষের পরিবর্তে ভুট্টা আবাদ করেছি। একই চিত্র নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলাতেও। বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল জানান, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রকৃত কৃষক সরকারের ধার্য করা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শাহ আলম বলেন, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে পানি সাশ্রয়ী ফসল চাষে কৃষকদের উৎসাহী করা হচ্ছে। তবে এখনো এ অঞ্চলে চাহিদার তুলনায় বেশি বোরো ধান উৎপাদন হচ্ছে বলে জানান তিনি।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
রংপুরে কমছে বোরো আবাদ
‘খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে’
শাহজাদা মিয়া আজাদ, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর