চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও এর ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে অপরাধীরা। ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার-তো দূরের কথা উল্টো তাদের বাঁচাতে মরিয়া পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। আট মাস আগে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার শাহাজাহান আলীর ছেলে সাদ্দাম হোসেন রাজু পারিবারিকভাবে মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের বয়স কম হওয়ায় তারা বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর একাধিকবার মেয়েকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয় সাদ্দাম। গত ৫ জুন বিকালে কোচিংয়ে যাওয়ার সময় শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করে সাদ্দাম ও তার সহযোগীরা। এই ঘটনায় ছাত্রীর মামা শিবগঞ্জ থানায় ৬ জুন মামলা করেন। ওই দিন রাতেই সাদ্দামের বন্ধু নূরের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। অথচ সেখানে অবস্থানরত সাদ্দামকে গ্রেফতার না করেই ফিরে আসেন তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান। ছাত্রী জানায়, জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নেয়। সে চিৎকার শুরু করলে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে সাদ্দাম ধর্ষণের ভিডিও দেখিয়ে বলে, বিয়ে না করলে এই ভিডিও সে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। ছাত্রীর অভিযোগ তাকে উদ্ধারের সময় সাদ্দাম ওই বাড়িতেই ছিলো। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেনি। বাদীর অভিযোগ, ঘটনার পর থেকে পুলিশ দায়িত্বহীন আচরণ করছে। এখন পর্যন্ত ভিডিও উদ্ধারে কোনো তত্পরতা নেই। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে সাদ্দামের বাবা জানান, ঘটনার দিন মেয়েটি স্বেচ্ছায় তার ছেলের সঙ্গে চলে আসে। কিছক্ষণ পর পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যায়। মামলা তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান বলেন, তিনি অপহরণ মামলা তদন্ত করছেন। এখন পর্যন্ত ধর্ষণ বা ভিডিও ধারণের বিষয়টি তদন্তে আসেনি। শিবগঞ্জ থানার ওসি পুলিশের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
শিরোনাম
- ঠাকুরগাঁওয়ে স্কাউটস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- রাজধানীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা
- চতুর্থ বারের মতো বাবা, উচ্ছ্বসিত নেইমার
- ভোলায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা
- গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন, যুদ্ধবিমান দিয়ে তাড়া
- মালয়েশিয়ায় খেলার মাঠেই মারা গেলেন গোলরক্ষক
- শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন
- গ্রেনাডা টেস্ট: লড়াই জমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া
- ভাষানটেকে মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক
- কাউফলে আছে নানারকম গুণ
- পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল: রিপোর্ট
- থ্রেডসে ‘মেসেজ সিস্টেম’ আনলো মেটা
- একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল
- বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- খিলগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ