চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও এর ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে অপরাধীরা। ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার-তো দূরের কথা উল্টো তাদের বাঁচাতে মরিয়া পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। আট মাস আগে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার শাহাজাহান আলীর ছেলে সাদ্দাম হোসেন রাজু পারিবারিকভাবে মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের বয়স কম হওয়ায় তারা বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর একাধিকবার মেয়েকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয় সাদ্দাম। গত ৫ জুন বিকালে কোচিংয়ে যাওয়ার সময় শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করে সাদ্দাম ও তার সহযোগীরা। এই ঘটনায় ছাত্রীর মামা শিবগঞ্জ থানায় ৬ জুন মামলা করেন। ওই দিন রাতেই সাদ্দামের বন্ধু নূরের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। অথচ সেখানে অবস্থানরত সাদ্দামকে গ্রেফতার না করেই ফিরে আসেন তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান। ছাত্রী জানায়, জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নেয়। সে চিৎকার শুরু করলে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে সাদ্দাম ধর্ষণের ভিডিও দেখিয়ে বলে, বিয়ে না করলে এই ভিডিও সে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। ছাত্রীর অভিযোগ তাকে উদ্ধারের সময় সাদ্দাম ওই বাড়িতেই ছিলো। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেনি। বাদীর অভিযোগ, ঘটনার পর থেকে পুলিশ দায়িত্বহীন আচরণ করছে। এখন পর্যন্ত ভিডিও উদ্ধারে কোনো তত্পরতা নেই। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে সাদ্দামের বাবা জানান, ঘটনার দিন মেয়েটি স্বেচ্ছায় তার ছেলের সঙ্গে চলে আসে। কিছক্ষণ পর পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যায়। মামলা তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান বলেন, তিনি অপহরণ মামলা তদন্ত করছেন। এখন পর্যন্ত ধর্ষণ বা ভিডিও ধারণের বিষয়টি তদন্তে আসেনি। শিবগঞ্জ থানার ওসি পুলিশের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ছাত্রী ধর্ষণের ভিডিও ধারণ মামলা করায় হুমকি
চাঁপইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর