চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও এর ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে অপরাধীরা। ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার-তো দূরের কথা উল্টো তাদের বাঁচাতে মরিয়া পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। আট মাস আগে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার শাহাজাহান আলীর ছেলে সাদ্দাম হোসেন রাজু পারিবারিকভাবে মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের বয়স কম হওয়ায় তারা বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর একাধিকবার মেয়েকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয় সাদ্দাম। গত ৫ জুন বিকালে কোচিংয়ে যাওয়ার সময় শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করে সাদ্দাম ও তার সহযোগীরা। এই ঘটনায় ছাত্রীর মামা শিবগঞ্জ থানায় ৬ জুন মামলা করেন। ওই দিন রাতেই সাদ্দামের বন্ধু নূরের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। অথচ সেখানে অবস্থানরত সাদ্দামকে গ্রেফতার না করেই ফিরে আসেন তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান। ছাত্রী জানায়, জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নেয়। সে চিৎকার শুরু করলে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে সাদ্দাম ধর্ষণের ভিডিও দেখিয়ে বলে, বিয়ে না করলে এই ভিডিও সে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। ছাত্রীর অভিযোগ তাকে উদ্ধারের সময় সাদ্দাম ওই বাড়িতেই ছিলো। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেনি। বাদীর অভিযোগ, ঘটনার পর থেকে পুলিশ দায়িত্বহীন আচরণ করছে। এখন পর্যন্ত ভিডিও উদ্ধারে কোনো তত্পরতা নেই। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে সাদ্দামের বাবা জানান, ঘটনার দিন মেয়েটি স্বেচ্ছায় তার ছেলের সঙ্গে চলে আসে। কিছক্ষণ পর পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যায়। মামলা তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান বলেন, তিনি অপহরণ মামলা তদন্ত করছেন। এখন পর্যন্ত ধর্ষণ বা ভিডিও ধারণের বিষয়টি তদন্তে আসেনি। শিবগঞ্জ থানার ওসি পুলিশের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
শিরোনাম
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
ছাত্রী ধর্ষণের ভিডিও ধারণ মামলা করায় হুমকি
চাঁপইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর