বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ট্রেনের ছাদে দুই শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামগামী চলন্ত আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদে মঙ্গলবার সন্ধ্যার পর হাত ধরাধরি করে নাচছিল দুই পথশিশু। আরেক পথশিশুকে নাচার জন্য হাত ধরে টেনে তোলার চেষ্টা করছিল তারা। কিন্তু ফেনী স্টেশনের পদচারী-সেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদেই লুটিয়ে পড়ে ওই দুই শিশু। পরে সেখানেই তাদের মৃত্যু হয়। ফেনী থেকে চট্টগ্রাম স্টেশন পর্যন্ত ৯০ কিলোমিটার পথে প্রায় দেড় ঘণ্টা দুটি লাশ চলন্ত ট্রেনের ছাদেই ছিল। এ ঘটনায় আহত হয়েছে মোহাম্মদ রায়হান নামে আরেক শিশু। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুবর্ণ চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে আহত পথশিশু মোহাম্মদ রায়হান লোকজনকে ডেকে দুর্ঘটনার খবরটি দেয়। পরে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ ট্রেনের ছাদ থেকে দুই পথশিশুর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। আহত রায়হান চট্টগ্রাম জিআরপি থানায় পুলিশ হেফাজতে আছে সে। রায়হান বলে, মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রামগামী ট্রেনের (সুবর্ণ এক্সপ্রেস) ছাদে ওঠে সে। তার বয়স ১০ বছর। ছাদের পেছনের অংশে নিহত ওই দুই শিশুর সঙ্গে সে ছিল। ট্রেনের সামনের অংশে আরও পাঁচজন উঠেছিল। তারা অবশ্য অক্ষত আছে।

সর্বশেষ খবর