বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জ্বালানি সাশ্রয়ে সচেতনতামূলক কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

শিক্ষার্থীদের জ্বালানি সাশ্রয় ও জ্বালানি দক্ষতার বিষয়ে সচেতন করার জন্য গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মো. হেলাল উদ্দিন। প্রধান অতিথি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও জ্বালানি সাশ্রয়ে সচেতন সমাজ গড়ে তোলাসহ বিদ্যুৎ সেক্টরের নানা বিষয়ের উপর আলোকপাত করেন।

এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘এনার্জি ল্যাব’ এবং ‘বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সেমিনারেও সভাপতিত্ব করেন ভিসি ড. মোহাম্মদ আলাউদ্দিন।

সর্বশেষ খবর