উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যািলয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আজ। যদিও ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক ফোরাম। হাবিপ্রবি কর্তৃপক্ষ বলছে- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ২০-২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম বলেন, ভর্তি পরীক্ষায় সব শিক্ষককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আশা করি, তারা সাড়া দেবেন। সব শিক্ষকের অংশগ্রহণ করাটা জরুরি। যদি আন্দোলনরতরা দায়িত্ব পালন না করে, তবুও যথাসময়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। হাবিপ্রবি কর্তৃপক্ষ গতকাল জানায়, শনিবার একাডেমী কাউন্সিলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বরাবর ৫৭ জন সহকারী অধ্যাপকের অতিরিক্ত ইনক্রিমেন্ট ও এটাকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিরসনের লক্ষ্যে গতকালই একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের অনুরোধ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে আন্দোলনরত ৫৭ জন সহকারী অধ্যাপকের অধিকাংশ কর্তৃপক্ষকে জানিয়েছে তারা আসন্ন ভর্তিপরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রগতিশীল শিক্ষক ফোরামের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন না। উল্লেখ্য, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২টিতে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর থেকে অব্যাহত শিক্ষক আন্দোলনের ফলে শুধু হাবিপ্রবিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা পিছিয়ে ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। এবারের ভর্তিপরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পাঁচটি আসনের বিপরীতে অংশ নিচ্ছে এক লাখ ১২ হাজার ১৯২ শিক্ষার্থী।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
উৎকণ্ঠার মধ্যেই শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তি পরীক্ষা
প্রগতিশীল শিক্ষক ফোরামের অংশ না নেওয়ার ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর