উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যািলয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আজ। যদিও ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক ফোরাম। হাবিপ্রবি কর্তৃপক্ষ বলছে- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ২০-২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম বলেন, ভর্তি পরীক্ষায় সব শিক্ষককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আশা করি, তারা সাড়া দেবেন। সব শিক্ষকের অংশগ্রহণ করাটা জরুরি। যদি আন্দোলনরতরা দায়িত্ব পালন না করে, তবুও যথাসময়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। হাবিপ্রবি কর্তৃপক্ষ গতকাল জানায়, শনিবার একাডেমী কাউন্সিলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বরাবর ৫৭ জন সহকারী অধ্যাপকের অতিরিক্ত ইনক্রিমেন্ট ও এটাকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিরসনের লক্ষ্যে গতকালই একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের অনুরোধ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে আন্দোলনরত ৫৭ জন সহকারী অধ্যাপকের অধিকাংশ কর্তৃপক্ষকে জানিয়েছে তারা আসন্ন ভর্তিপরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রগতিশীল শিক্ষক ফোরামের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন না। উল্লেখ্য, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২টিতে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর থেকে অব্যাহত শিক্ষক আন্দোলনের ফলে শুধু হাবিপ্রবিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা পিছিয়ে ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। এবারের ভর্তিপরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পাঁচটি আসনের বিপরীতে অংশ নিচ্ছে এক লাখ ১২ হাজার ১৯২ শিক্ষার্থী।
শিরোনাম
- আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় আজ
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
উৎকণ্ঠার মধ্যেই শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তি পরীক্ষা
প্রগতিশীল শিক্ষক ফোরামের অংশ না নেওয়ার ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর