উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যািলয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আজ। যদিও ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক ফোরাম। হাবিপ্রবি কর্তৃপক্ষ বলছে- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ২০-২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম বলেন, ভর্তি পরীক্ষায় সব শিক্ষককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আশা করি, তারা সাড়া দেবেন। সব শিক্ষকের অংশগ্রহণ করাটা জরুরি। যদি আন্দোলনরতরা দায়িত্ব পালন না করে, তবুও যথাসময়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। হাবিপ্রবি কর্তৃপক্ষ গতকাল জানায়, শনিবার একাডেমী কাউন্সিলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বরাবর ৫৭ জন সহকারী অধ্যাপকের অতিরিক্ত ইনক্রিমেন্ট ও এটাকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিরসনের লক্ষ্যে গতকালই একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের অনুরোধ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে আন্দোলনরত ৫৭ জন সহকারী অধ্যাপকের অধিকাংশ কর্তৃপক্ষকে জানিয়েছে তারা আসন্ন ভর্তিপরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রগতিশীল শিক্ষক ফোরামের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন না। উল্লেখ্য, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২টিতে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর থেকে অব্যাহত শিক্ষক আন্দোলনের ফলে শুধু হাবিপ্রবিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা পিছিয়ে ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। এবারের ভর্তিপরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পাঁচটি আসনের বিপরীতে অংশ নিচ্ছে এক লাখ ১২ হাজার ১৯২ শিক্ষার্থী।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ