উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যািলয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আজ। যদিও ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক ফোরাম। হাবিপ্রবি কর্তৃপক্ষ বলছে- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ২০-২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম বলেন, ভর্তি পরীক্ষায় সব শিক্ষককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আশা করি, তারা সাড়া দেবেন। সব শিক্ষকের অংশগ্রহণ করাটা জরুরি। যদি আন্দোলনরতরা দায়িত্ব পালন না করে, তবুও যথাসময়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। হাবিপ্রবি কর্তৃপক্ষ গতকাল জানায়, শনিবার একাডেমী কাউন্সিলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বরাবর ৫৭ জন সহকারী অধ্যাপকের অতিরিক্ত ইনক্রিমেন্ট ও এটাকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিরসনের লক্ষ্যে গতকালই একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের অনুরোধ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে আন্দোলনরত ৫৭ জন সহকারী অধ্যাপকের অধিকাংশ কর্তৃপক্ষকে জানিয়েছে তারা আসন্ন ভর্তিপরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রগতিশীল শিক্ষক ফোরামের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন না। উল্লেখ্য, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২টিতে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর থেকে অব্যাহত শিক্ষক আন্দোলনের ফলে শুধু হাবিপ্রবিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা পিছিয়ে ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। এবারের ভর্তিপরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পাঁচটি আসনের বিপরীতে অংশ নিচ্ছে এক লাখ ১২ হাজার ১৯২ শিক্ষার্থী।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
উৎকণ্ঠার মধ্যেই শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তি পরীক্ষা
প্রগতিশীল শিক্ষক ফোরামের অংশ না নেওয়ার ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর