উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যািলয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আজ। যদিও ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক ফোরাম। হাবিপ্রবি কর্তৃপক্ষ বলছে- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ২০-২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম বলেন, ভর্তি পরীক্ষায় সব শিক্ষককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আশা করি, তারা সাড়া দেবেন। সব শিক্ষকের অংশগ্রহণ করাটা জরুরি। যদি আন্দোলনরতরা দায়িত্ব পালন না করে, তবুও যথাসময়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। হাবিপ্রবি কর্তৃপক্ষ গতকাল জানায়, শনিবার একাডেমী কাউন্সিলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বরাবর ৫৭ জন সহকারী অধ্যাপকের অতিরিক্ত ইনক্রিমেন্ট ও এটাকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিরসনের লক্ষ্যে গতকালই একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের অনুরোধ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে আন্দোলনরত ৫৭ জন সহকারী অধ্যাপকের অধিকাংশ কর্তৃপক্ষকে জানিয়েছে তারা আসন্ন ভর্তিপরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রগতিশীল শিক্ষক ফোরামের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন না। উল্লেখ্য, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২টিতে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর থেকে অব্যাহত শিক্ষক আন্দোলনের ফলে শুধু হাবিপ্রবিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা পিছিয়ে ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। এবারের ভর্তিপরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পাঁচটি আসনের বিপরীতে অংশ নিচ্ছে এক লাখ ১২ হাজার ১৯২ শিক্ষার্থী।
শিরোনাম
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
উৎকণ্ঠার মধ্যেই শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তি পরীক্ষা
প্রগতিশীল শিক্ষক ফোরামের অংশ না নেওয়ার ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর