বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

গাজীপুর সাভারে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধ দাবি

গাজীপুর ও সাভার প্রতিনিধি

গাজীপুরের পুবাইলে অবস্থিত অল ওয়েদার ফ্যাশন লিমিটেড কারখানায় বকেয়া বেতন ও শ্রমিককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। পুলিশ ও শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের বিষয় জানতে কয়েকজন শ্রমিক কারখানার পিএমের কাছে যান। এ সময় পিএম জাকির হোসেন ২০ মের মধ্যে পরিশোধ করার কথা জানান। শ্রমিকরা নির্দিষ্ট তারিখ জানতে চাইলে এক নারী শ্রমিককে মারধর করেন জাকির। এই ঘটনার প্রতিবাদ ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতিতে নেমে বিক্ষোভ শুরু করেন। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে ঢাকার আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন দাবিতে কারখানার ভিতরে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করছে। গতকাল সকাল থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখেন সেঞ্চুরি ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা কারখানা কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। কারখানা ম্যানেজার জানান, খুব শিগগিরই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।

সর্বশেষ খবর