মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
৩৫ কাঠুরিয়া হত্যা

খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন দাবি

রাঙামাটি ও খাগড়াছড়ি

রাঙামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন। শহরের একটি রেস্টুরেন্টে গতকাল লংগদু পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, শান্তি চুক্তির আগে এ গণহত্যা চালিয়েছিল সশস্ত্র সন্ত্রাসীরা। চুক্তির পরও পাহাড়ে হত্যাকান্ড তারা অব্যাহত রেখেছে। চুক্তি করা হয়েছিল পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও সশস্ত্র কর্মকান্ড বন্ধ করার জন্য। তারা ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড সহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সব খুনের সুষ্ঠু বিচার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। একই দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সর্বশেষ খবর