বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পৃথিবীতে টিকে থাকতে বহুমুখী দক্ষতা থাকতে হবে : শিক্ষা উপমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, ‘উচ্চ শিক্ষা আমরা যে পদ্ধতিতে নিচ্ছি তা নেব, পাশাপাশি উচ্চ শিক্ষা নিতে এসে আনুষঙ্গিক যে কোনো প্রশিক্ষণ, সাপ্লিমেন্টারি পড়াশুনা থেকে যেন বিচ্যুত না হই। শ্রেণিকক্ষের উচ্চ শিক্ষা দিয়ে আমরা কর্মসংস্থান উপযোগী সন্তান পাব না। জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন- সমাজে, পৃথিবীতে টিকে থাকতে হলে বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে।’ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনকালে গতকাল তিনি এ কথা বলেন। র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন,  ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, রুবিনা আক্তার মীরা এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন।

সর্বশেষ খবর