ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে ১৫টি বাড়িতে গতকাল হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনায় ছয়জন আহত হন। এর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাধবপুর গ্রামে আধিপত্য নিয়ে সিরাজুল তালুকদারের (৬৫) সঙ্গে একই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়ার (৫২) বিরোধ চলে আসছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজুল স্বতন্ত্র এমপি প্রার্থী মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে সমর্থন করেন। অন্যদিকে ইলিয়াস সমর্থন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহকে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী বিজয়ী হন। তবে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেশি ভোট পান কাজী জাফরউল্লাহ। ওই নির্বাচনের পর সিরাজ ও ইলিয়াসের বিরোধ চরমে ওঠে। গত এক বছরে এ নিয়ে এই দুই পক্ষের মধ্যে সাতবার সংঘর্ষ হয়। সর্বশেষ গত ২৪ মার্চ সংঘর্ষে আহত হন ইলিয়াসের দুই সমর্থক আকরামুজ্জামান (৫২) ও কাজল মিয়া (৩১)। আকরামুজ্জামান ঢাকায় চিকিৎসা নেন এবং কাজল মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৪টার দিকে সিরাজ তালুকদারের প্রায় দেড় শতাধিক সমর্থক ইলিয়াসের সমর্থকদের বাড়িঘরে অতর্কিতে হামলা চালায়। এ সময় ইলিয়াসের পক্ষের ছয়জন আহত হন। এর মধ্যে শহীদুল্লাহ (৫২) ও সোহেল সিকদারকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ হামলায় যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তারা হলেন- শাহীন ব্যাপারী, ইসমত আকন, আবদুল হক আকন, মুশা আকন, বক্কার আকন, এলাহি মিয়া, সাহেদ মিয়া, রশিদ মিয়া, শাহ আলম, শফিকুল ইসলাম, ইদ্রিস মিয়া, শুকুর সিকদার, আকবর সিকদার, আবু মোল্লা ও রিপন মোল্লা। হামেরদী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম বলেন, সিরাজ তালুকদার পুলিশের চাকরি থেকে অবসরে আসার পর বেপরোয়া হয়ে উঠেছেন। তার বাড়ি ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন মাধবপুর বাসস্ট্যান্ডের কাছে। গ্রামবাসীকে তার বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতে হয়। অপছন্দের মানুষকে তিনি সহজেই নাজেহাল করতে পারেন। অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে সিরাজ তালুকদার বলেন, আমি এলাকায় নেই। তবে এলাকা থেকে যতটুকু জানতে পেরেছি বুধবার দুপুরে প্রতিপক্ষ, আমরা যারা নিক্সনের সমর্থক তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। এর প্রতিক্রিয়ায় নিক্সনের সমর্থকরা পাল্টা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিরোনাম
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী