বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দরিদ্রদের চাল নিয়ে চালবাজি

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

দরিদ্রদের চাল নিয়ে চালবাজি

করোনা পরিস্থিতিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি স্বল্পমূল্যের চাল নিয়ে ডিলার ও চেয়ারম্যান-মেম্বাররা চালবাজি শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। দরিদ্রের নামের কার্ড নিজেরা ব্যবহার করে চাল উত্তোলন করে বেশি দামে বিক্রি করছেন। কোথাও আবার ডিলাররা দরিদ্রদের মধ্যে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখছেন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে অঘোষিত লকডাউন। এ অবস্থায় দিনমজুর ও শ্রমিকরা হয়ে পড়েছেন কর্মহীন। সরকার সাধারণ মানুষকে সহায়তার জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ফেয়ার ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নেয়। কর্মহীন মানুষের তালিকা তৈরির জন্য ইউনিয়ন পরিষদ ও চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ দেন। অভিযোগ আছে অনেক ইউপি সদস্য দুস্থদের জন্য বরাদ্দ কার্ড নিজেদের হেফাজতে রেখে চাল উত্তোলন করে বিক্রি করছেন। দরিদ্রদের কার্ড নিয়ে চাল উত্তোলনের সময় মঙ্গলবার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের তিনজন মেম্বারকে আটক করে উপজেলা প্রশাসন। এর আগে গত সোমবার রাতে উল্লাপাড়ার পূর্ণিমাগাতী ইউনিয়নের এক ডিলারের কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা ৫০ কেজি ওজনের ৩২ বস্তা চাল জব্দ করা হয়েছে। সবশেষ গতকাল রায়গঞ্জ উপজেলা প্রশাসন ব্রহ্মগাছা ইউনিয়নে অভিযান চালিয়ে জব্দ করেছে ৬৫ বস্তা চাল। এ সময় ডিলারের ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে। দেশের দুর্যোগকালে জনপ্রতিনিধিদের এমন কা- নিয়ে চলছে সমালোচনা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল। উল্লাপাড়ার ইউএনও আরিফুজ্জামান জানান, গোপন খবরে ডিলার সিহাব উদ্দিনের গুদামে অভিযান চালিয়ে ৩২ বস্তা চাল জব্দ করা হয়। সিহাবের ডিলারশিপ বাতিল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাজিপুরের ইউএনও জাহিদ হাসান সিদ্দীকি জানান, সোনামুখী ইউপি সদস্য আসাদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য ছরভানুসহ তিন ইউপি সদস্য দরিদ্রদের কার্ড দিয়ে হরিনাথপুর বাজারে চাল উত্তোলনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। কার্ডগুলো উদ্ধার করা হয়েছে। সরকারি এ কর্মকর্তারা জানান, দুর্যোগের সময় জনপ্রতিনিধিদের এ ধরনের অপকর্ম মেনে নেওয়া যায় না। একই সঙ্গে তারা সব জনপ্রতিনিধিকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর