শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পুলিশ সুপার ব্যর্থ করে দিলেন ডাক্তার উচ্ছেদের চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দিয়েছেন বাড়ির মালিক। ওই চিকিৎসক সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগে কর্মরত। গতকাল সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে ওই ডাক্তারকে গাড়িতে করে তার ভাড়া বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ডা. আসমা আক্তার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা সবাই করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছেন। তিনি দীর্ঘদিন শিমুলিয়া গ্রামে মোহাম্মদ আলীর বাড়িতে তার ছোট বোনের পরিবারের সঙ্গে থাকেন। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। দুই দিন আগে বাড়ির মালিক মোহাম্মদ আলী তাকে বলেন, এই বাসায় আপনাকে থাকতে দেওয়া হবে না। আপনি বাইরে যাওয়া-আসার কারণে বাড়ির সবাই করোনা আক্রান্ত হবেন।

ডা. আসমার স্বামী জানান, জেলা প্রশাসকসহ বড় বড় কর্মকর্তাদের তিনি পরিস্থিতি জানিয়েছেন। বাড়ির মালিক মোহাম্মদ আলী বলেন, ‘মহিলা যে ডাক্তার তা আমি জানতাম না।’ সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় ডা. আসমাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি ওই বাসাতেই থাকবেন।

সর্বশেষ খবর