সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পাঁচ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গ্রীষ্ম মৌসুমে এমন ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। গত চার দিনের অব্যাহত ভাঙনে খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। করোনার কারণে পুরো উপজেলা লকডাউন হওয়ায় নদীপাড়ের মানুষ এমনিতেই ঘর থেকে বের হতে পারছেন না। তার ওপর নদী ভাঙন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। জানা যায়, এনায়েতপুরের খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী পাঁচ কিলোমিটার এলাকা কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ছে। অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে গ্রামগুলো। চলতি বছর শুষ্ক মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। গত তিনদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এ অঞ্চলের মানুষ। ভাঙনকবিলত এলাকার আলমগীর, সাহেরা, মোমেনা, আকবর, আল-আমিন জানান, বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এখনই যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে আমরা আতঙ্কে আছি। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে বিলীন হয়ে যাবে গ্রামগুলো। এদিকে করোনার কারণে উপজেলা লকডাউন হওয়ায় আমরা বাইরে বের হতে পারছি না। কাজ-কর্মও করতে পারছি না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তারা বলেন, করোনা এসেছে-আবার চলেও যাবে। নদীভাঙনে বাড়িঘর বিলীন হলে তা আর ফিরে পাওয়া যাবে না। করোনার চেয়ে যমুনাই আমাদের বড় আতঙ্ক। খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন জানান, নদী ভাঙনে এ এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা পাচ্ছি তা ভাঙন কবলিতদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে সেটা চাহিদার তুলনায় অপ্রতুল। জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, একদিকে করোনা অপরদিকে ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। এ অবস্থার সরকার যদি ভাঙন কবলিতদের জন্য আলাদা বরাদ্দ দেয় তাহলে অসহায় মানুষগুলোর উপকার হতো। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত রবিবার থেকে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। এছাড়া প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাস হলে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
গ্রীষ্মেই ভাঙছে যমুনা দিশাহারা মানুষ
খেয়ে না খেয়ে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের
আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর