সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পাঁচ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গ্রীষ্ম মৌসুমে এমন ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। গত চার দিনের অব্যাহত ভাঙনে খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। করোনার কারণে পুরো উপজেলা লকডাউন হওয়ায় নদীপাড়ের মানুষ এমনিতেই ঘর থেকে বের হতে পারছেন না। তার ওপর নদী ভাঙন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। জানা যায়, এনায়েতপুরের খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী পাঁচ কিলোমিটার এলাকা কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ছে। অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে গ্রামগুলো। চলতি বছর শুষ্ক মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। গত তিনদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এ অঞ্চলের মানুষ। ভাঙনকবিলত এলাকার আলমগীর, সাহেরা, মোমেনা, আকবর, আল-আমিন জানান, বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এখনই যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে আমরা আতঙ্কে আছি। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে বিলীন হয়ে যাবে গ্রামগুলো। এদিকে করোনার কারণে উপজেলা লকডাউন হওয়ায় আমরা বাইরে বের হতে পারছি না। কাজ-কর্মও করতে পারছি না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তারা বলেন, করোনা এসেছে-আবার চলেও যাবে। নদীভাঙনে বাড়িঘর বিলীন হলে তা আর ফিরে পাওয়া যাবে না। করোনার চেয়ে যমুনাই আমাদের বড় আতঙ্ক। খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন জানান, নদী ভাঙনে এ এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা পাচ্ছি তা ভাঙন কবলিতদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে সেটা চাহিদার তুলনায় অপ্রতুল। জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, একদিকে করোনা অপরদিকে ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। এ অবস্থার সরকার যদি ভাঙন কবলিতদের জন্য আলাদা বরাদ্দ দেয় তাহলে অসহায় মানুষগুলোর উপকার হতো। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত রবিবার থেকে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। এছাড়া প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাস হলে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ