সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পাঁচ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গ্রীষ্ম মৌসুমে এমন ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। গত চার দিনের অব্যাহত ভাঙনে খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। করোনার কারণে পুরো উপজেলা লকডাউন হওয়ায় নদীপাড়ের মানুষ এমনিতেই ঘর থেকে বের হতে পারছেন না। তার ওপর নদী ভাঙন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। জানা যায়, এনায়েতপুরের খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী পাঁচ কিলোমিটার এলাকা কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ছে। অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে গ্রামগুলো। চলতি বছর শুষ্ক মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। গত তিনদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এ অঞ্চলের মানুষ। ভাঙনকবিলত এলাকার আলমগীর, সাহেরা, মোমেনা, আকবর, আল-আমিন জানান, বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এখনই যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে আমরা আতঙ্কে আছি। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে বিলীন হয়ে যাবে গ্রামগুলো। এদিকে করোনার কারণে উপজেলা লকডাউন হওয়ায় আমরা বাইরে বের হতে পারছি না। কাজ-কর্মও করতে পারছি না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তারা বলেন, করোনা এসেছে-আবার চলেও যাবে। নদীভাঙনে বাড়িঘর বিলীন হলে তা আর ফিরে পাওয়া যাবে না। করোনার চেয়ে যমুনাই আমাদের বড় আতঙ্ক। খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন জানান, নদী ভাঙনে এ এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা পাচ্ছি তা ভাঙন কবলিতদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে সেটা চাহিদার তুলনায় অপ্রতুল। জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, একদিকে করোনা অপরদিকে ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। এ অবস্থার সরকার যদি ভাঙন কবলিতদের জন্য আলাদা বরাদ্দ দেয় তাহলে অসহায় মানুষগুলোর উপকার হতো। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত রবিবার থেকে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। এছাড়া প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাস হলে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল