সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পাঁচ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গ্রীষ্ম মৌসুমে এমন ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। গত চার দিনের অব্যাহত ভাঙনে খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। করোনার কারণে পুরো উপজেলা লকডাউন হওয়ায় নদীপাড়ের মানুষ এমনিতেই ঘর থেকে বের হতে পারছেন না। তার ওপর নদী ভাঙন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। জানা যায়, এনায়েতপুরের খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী পাঁচ কিলোমিটার এলাকা কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ছে। অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে গ্রামগুলো। চলতি বছর শুষ্ক মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। গত তিনদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এ অঞ্চলের মানুষ। ভাঙনকবিলত এলাকার আলমগীর, সাহেরা, মোমেনা, আকবর, আল-আমিন জানান, বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এখনই যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে আমরা আতঙ্কে আছি। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে বিলীন হয়ে যাবে গ্রামগুলো। এদিকে করোনার কারণে উপজেলা লকডাউন হওয়ায় আমরা বাইরে বের হতে পারছি না। কাজ-কর্মও করতে পারছি না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তারা বলেন, করোনা এসেছে-আবার চলেও যাবে। নদীভাঙনে বাড়িঘর বিলীন হলে তা আর ফিরে পাওয়া যাবে না। করোনার চেয়ে যমুনাই আমাদের বড় আতঙ্ক। খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন জানান, নদী ভাঙনে এ এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা পাচ্ছি তা ভাঙন কবলিতদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে সেটা চাহিদার তুলনায় অপ্রতুল। জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, একদিকে করোনা অপরদিকে ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। এ অবস্থার সরকার যদি ভাঙন কবলিতদের জন্য আলাদা বরাদ্দ দেয় তাহলে অসহায় মানুষগুলোর উপকার হতো। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত রবিবার থেকে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। এছাড়া প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাস হলে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
শিরোনাম
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
গ্রীষ্মেই ভাঙছে যমুনা দিশাহারা মানুষ
খেয়ে না খেয়ে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের
আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর