সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পাঁচ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গ্রীষ্ম মৌসুমে এমন ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। গত চার দিনের অব্যাহত ভাঙনে খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। করোনার কারণে পুরো উপজেলা লকডাউন হওয়ায় নদীপাড়ের মানুষ এমনিতেই ঘর থেকে বের হতে পারছেন না। তার ওপর নদী ভাঙন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। জানা যায়, এনায়েতপুরের খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী পাঁচ কিলোমিটার এলাকা কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ছে। অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে গ্রামগুলো। চলতি বছর শুষ্ক মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। গত তিনদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এ অঞ্চলের মানুষ। ভাঙনকবিলত এলাকার আলমগীর, সাহেরা, মোমেনা, আকবর, আল-আমিন জানান, বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এখনই যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে আমরা আতঙ্কে আছি। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে বিলীন হয়ে যাবে গ্রামগুলো। এদিকে করোনার কারণে উপজেলা লকডাউন হওয়ায় আমরা বাইরে বের হতে পারছি না। কাজ-কর্মও করতে পারছি না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তারা বলেন, করোনা এসেছে-আবার চলেও যাবে। নদীভাঙনে বাড়িঘর বিলীন হলে তা আর ফিরে পাওয়া যাবে না। করোনার চেয়ে যমুনাই আমাদের বড় আতঙ্ক। খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন জানান, নদী ভাঙনে এ এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা পাচ্ছি তা ভাঙন কবলিতদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে সেটা চাহিদার তুলনায় অপ্রতুল। জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, একদিকে করোনা অপরদিকে ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। এ অবস্থার সরকার যদি ভাঙন কবলিতদের জন্য আলাদা বরাদ্দ দেয় তাহলে অসহায় মানুষগুলোর উপকার হতো। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত রবিবার থেকে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। এছাড়া প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাস হলে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
গ্রীষ্মেই ভাঙছে যমুনা দিশাহারা মানুষ
খেয়ে না খেয়ে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের
আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর