বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

স্কুলছাত্রী হত্যার বিচার দাবি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার স্কুলছাত্রী কাজল আক্তার হত্যায় জড়িতদের বিচার দাবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় কাজলের মা ভুলু বেগম, বাবা আলাউদ্দিন ছৈয়াল, বোন সুখি আক্তার, লাবণি আক্তার, ভাই আব্দুল্লাহ্ ছৈয়াল, কাউন্সিলর সামসুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। কাজল আক্তারের বোন সুখি বলেন, আমার বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। উল্লেখ্য, ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী কাজল গত ২১ অক্টোবর রাতে পাশের ঘরে টিভি দেখতে যাওয়ার জন্য বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে ওই গ্রামের ডোবা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কাজলের লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর