শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উত্তরের জনপদে হিমেল হাওয়া শুরু হয়েছে শীতজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

মৃদু কুয়াশা ও হিমেল হাওয়ায় উত্তরের জনপদ কুড়িগ্রামে প্রতিদিনই শীত ক্রমেই বেড়ে চলেছে। গত এক সপ্তাহে সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়তে শুরু করে। রাতভর কুয়াশায় ঢেকে যায়। ফলে শীতের প্রচ-  ঠান্ডা অনুভূত হয়। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমতে থাকে। গত তিন দিন ধরে এ জেলায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে বৃহস্পতিবার রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবলচন্দ্র জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরও কমতে থাকবে বলে জানান তিনি। এদিকে, তাপমাত্রা কমে আসায় ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। সবচেয়ে বেশি ঠান্ডায় কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুর, শ্রমজীবী মানুষ। ভোরে তাদের কাজে যেতে হয়। ঠান্ডার কারণে তারা রোদ না ওঠা পর্যন্ত কাজে যেতে পারছেন না। সদর উপজেলার হলোখানা গ্রামের দিনমজুর টুংকু মিয়া জানান, ঠান্ডা সহ্য করে যেতে হয়। অন্যদিকে, শীতের কারণে  জেলা সদরের ফুটপাথ ও রাস্তার পাশের দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন শীতার্তরা। প্রতিদিন শহরের শাপলা চত্বর ও জেলা জজ কোর্ট মোড়ে সকাল থেকে শীতের কাপড় কিনতে আসছেন সাধারণ মানুষ। এছাড়াও জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে চিকিৎসা নিতে আসছেন রোগীরা।

সর্বশেষ খবর