শিরোনাম
শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কৃষি উন্নয়নে সরকারের ৬০০ কোটি টাকার প্রকল্প : পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকার ৬০০ কোটি টাকা চলনবিল প্রকল্পে দিয়েছে। কৃষি ও কৃষকদের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সবসময় পাশে আছেন, থাকবেন। আমার গ্রাম, আমার শহর প্রকল্পে সিংড়ার গ্রামগুলো মডেলে পরিণত হবে। গতকাল নাটোরের সিংড়ায় ২০২০-২১ মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০ হাজার চাষির মাঝে বিনামূল্য বোরো ধান, গম, মসুর, চিনাবাদাম, সরিষাসহ বিভিন্ন বীজ ও সার বিতরণে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মাওলানা রুহুল আমিন, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর