শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। চান্দিনা থানা কমপ্লেক্সের সামনে গতকাল এ ঘটনা ঘটে। চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। জানা যায়, বৃহস্পতিবার সকালে চান্দিনা মহিলা কলেজ মিলতনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আহ্বান করা হয়।

 ওই সভায় যোগ দিতে পৌর নির্বাচনের মেয়র প্রার্থীর সমর্থিত নেতান্ডকর্মী ও বিভিন্ন সংগঠন মিছিল নিয়ে আসে। বেলা সাড়ে ১১টায় থানা সংলগ্ন এলাকায় পৌর মেয়র মফিজুল ইসলাম সমর্থিত ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগ নেতান্ডকর্মীর মধ্যে সংঘর্ষ বাধে। উপজেলা যুবলীগ আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি জানান- উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতান্ডকর্মীরা প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটুর পক্ষে মিছিল দিচ্ছিল। এ সময় পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মফিজুল ইসলামের নেতান্ডকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মফিজুল ইসলাম জানান- বর্ধিত সভায় যোগ দিতে আমার নেতান্ডকর্মীরা মোটরসাইকেল যোগে সভাস্থলে আসছিল। তারা থানা সংলগ্ন এলাকায় পৌঁছলে যুবলীগ ও ছাত্রলীগ নেতান্ডকর্মীরা পেছন দিক থেকে অতর্কিত হামলা করে।

সর্বশেষ খবর