মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পৌর আওয়ামী লীগ কমিটি গঠন নিয়ে অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ ৫ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল ও বিধি বহির্ভূত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি করেছে সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের পদবঞ্চিত নেতা। গতকাল জেলা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি উত্থাপন করা হয়। লিখিত বক্তব্যে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আবদুল জাব্বার বলেন, গত ১০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ওয়ার্ড কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী অংশ গ্রহণ করলে কাউন্সিলররা ভোটের দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে সম্মেলনের দিন পৌর আওয়ামী লীগ ও জেলা নেতৃবৃন্দ আগামী ১ সপ্তাহের মধ্যে কাউন্সিল করে ভোট করার কথা দেন।

কিন্তু পরে তাদের মতামতকে উপেক্ষা করেন পৌর আওয়ামী লীগ সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। গত ৫ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের প্যাডে তাদের পছন্দের প্রার্থী সভাপতি মোহাম্মদ বিন আওয়াল ও সাধারণ সম্পাদক পদে মো. আবদুল হান্নানের নাম ঘোষণা করেন। যা আগামী পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করার কূটকৌশল ও সুসংগঠিত দলকে ক্ষতিগ্রস্ত করার অপপ্রয়াস বলে দাবি করেন তিনি। এমতাবস্থায় অবৈধভাবে দেওয়া সদ্য কমিটি বাদ দিয়ে ত্যাগী নেতাদের  মূল্যায়নের জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য মো. শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাইমুল হক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম পারভেজ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর