বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দফায় দফায় বন্যা ও যমুনার ভাঙনে মোকামতলা-সারিয়াকান্দি ৪০ কিমি সড়কের অর্ধেকেরই এখন বেহাল অবস্থা। সড়কটির ২০ কিলোমিটারে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের শিকার এলাকাবাসী দ্রুত সংস্কার দাবি করেছেন। বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০১০ সালে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মোকামতলা, সোনাতলা, হরিখালী, হাটশেরপুর ও সারিয়াকান্দি উপজেলা পরিষদ পর্যন্ত ৪০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। এই সড়কের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে সোনাতলা ও সারিয়াকান্দিতে সরাসরি যোগাযোগ স্থাপন হয়। তিন উপজেলা নিয়ে নির্মিত সড়কটির স্থানীয়রা নামকরণ করেছেন মোকামতলা টু সারিয়াকান্দি সড়ক। সড়কটি নির্মাণ হওয়ায় প্রায় ৫০ গ্রামের মানুষের যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হয়। নির্মাণের পর গত ১০ বছরে কয়েক দফা বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। অতিবৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয় খানাখন্দ। সবশেষ চলতি বছর চার দফা বন্যায় সড়কটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, মোকামতলা থেকে শুরু হয়ে সারিয়াকান্দি পর্যন্ত ৪০ কিলোমিটারের মধ্যে প্রায় ২০ কিলোমিটার সড়ক বেহাল হয়ে আছে। এর মধ্যে সোনাতলা উপজেলা অংশের সাত কিলোমিটার সংস্কারের বরাদ্দ পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, সোনাতলার হরিখালী হতে হাটশেরপুর ভায়া সারিয়াকান্দি উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাকুল্লা, আচারপাড়া, সানবান্ধা, নিজবলাইল, খোর্দ্দবলাইল, অন্তারপাড়া, পারতিতপরল এলাকা। অভিযোগ আছে, সড়কটি তৈরির পর থেকে গত ১০ বছরে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড রক্ষণাবেক্ষণ বা মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি। দিন দিন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনস্বার্থে দ্রুত বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল