সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাঙনে বেহাল ২০ কিমি সড়ক

আবদুর রহমান টুলু, বগুড়া

ভাঙনে বেহাল ২০ কিমি সড়ক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দফায় দফায় বন্যা ও যমুনার ভাঙনে মোকামতলা-সারিয়াকান্দি ৪০ কিমি সড়কের অর্ধেকেরই এখন বেহাল অবস্থা। সড়কটির ২০ কিলোমিটারে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের শিকার এলাকাবাসী দ্রুত সংস্কার দাবি করেছেন। বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০১০ সালে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মোকামতলা, সোনাতলা, হরিখালী, হাটশেরপুর ও সারিয়াকান্দি উপজেলা পরিষদ পর্যন্ত ৪০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। এই সড়কের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে সোনাতলা ও সারিয়াকান্দিতে সরাসরি যোগাযোগ স্থাপন হয়। তিন উপজেলা নিয়ে নির্মিত সড়কটির স্থানীয়রা নামকরণ করেছেন মোকামতলা টু সারিয়াকান্দি সড়ক। সড়কটি নির্মাণ হওয়ায় প্রায় ৫০ গ্রামের মানুষের যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হয়। নির্মাণের পর গত ১০ বছরে কয়েক দফা বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। অতিবৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয় খানাখন্দ। সবশেষ চলতি বছর চার দফা বন্যায় সড়কটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, মোকামতলা থেকে শুরু হয়ে সারিয়াকান্দি পর্যন্ত ৪০ কিলোমিটারের মধ্যে প্রায় ২০ কিলোমিটার সড়ক বেহাল হয়ে আছে। এর মধ্যে সোনাতলা উপজেলা অংশের সাত কিলোমিটার সংস্কারের বরাদ্দ পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, সোনাতলার হরিখালী হতে হাটশেরপুর ভায়া সারিয়াকান্দি উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাকুল্লা, আচারপাড়া, সানবান্ধা, নিজবলাইল, খোর্দ্দবলাইল, অন্তারপাড়া, পারতিতপরল এলাকা। অভিযোগ আছে, সড়কটি তৈরির পর থেকে গত ১০ বছরে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড রক্ষণাবেক্ষণ বা মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি। দিন দিন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনস্বার্থে দ্রুত বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর