বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দফায় দফায় বন্যা ও যমুনার ভাঙনে মোকামতলা-সারিয়াকান্দি ৪০ কিমি সড়কের অর্ধেকেরই এখন বেহাল অবস্থা। সড়কটির ২০ কিলোমিটারে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের শিকার এলাকাবাসী দ্রুত সংস্কার দাবি করেছেন। বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০১০ সালে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মোকামতলা, সোনাতলা, হরিখালী, হাটশেরপুর ও সারিয়াকান্দি উপজেলা পরিষদ পর্যন্ত ৪০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। এই সড়কের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে সোনাতলা ও সারিয়াকান্দিতে সরাসরি যোগাযোগ স্থাপন হয়। তিন উপজেলা নিয়ে নির্মিত সড়কটির স্থানীয়রা নামকরণ করেছেন মোকামতলা টু সারিয়াকান্দি সড়ক। সড়কটি নির্মাণ হওয়ায় প্রায় ৫০ গ্রামের মানুষের যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হয়। নির্মাণের পর গত ১০ বছরে কয়েক দফা বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। অতিবৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয় খানাখন্দ। সবশেষ চলতি বছর চার দফা বন্যায় সড়কটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, মোকামতলা থেকে শুরু হয়ে সারিয়াকান্দি পর্যন্ত ৪০ কিলোমিটারের মধ্যে প্রায় ২০ কিলোমিটার সড়ক বেহাল হয়ে আছে। এর মধ্যে সোনাতলা উপজেলা অংশের সাত কিলোমিটার সংস্কারের বরাদ্দ পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, সোনাতলার হরিখালী হতে হাটশেরপুর ভায়া সারিয়াকান্দি উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাকুল্লা, আচারপাড়া, সানবান্ধা, নিজবলাইল, খোর্দ্দবলাইল, অন্তারপাড়া, পারতিতপরল এলাকা। অভিযোগ আছে, সড়কটি তৈরির পর থেকে গত ১০ বছরে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড রক্ষণাবেক্ষণ বা মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি। দিন দিন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনস্বার্থে দ্রুত বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
ভাঙনে বেহাল ২০ কিমি সড়ক
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর