ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ মহাসড়ক লাগোয়া গ্রাম বরকামতা। এটি চান্দিনা উপজেলার পাশে হলেও অবস্থান কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। গ্রামে ঢুকলে চোখে পড়বে সারি সারি পানের বরজ। একটি দেখে মন চাইবে আরেকটি দেখতে। তবুও দৃষ্টির তৃষ্ণা মিটবে না। বরজে পানের সবুজ গালিচা দেখতে দেখতে দিন পার হয়ে যাবে। বরকামতা গ্রামের তিন শতাধিক চাষি পান চাষ করেন। এই চাষ চলছে শত বছর ধরে। অনেকে বাপ, দাদার হাত ধরে এই পেশায় আসেন। বরকামতা গ্রামে আরও দেখা যায়, বরজে কাজ করছেন চাষি ও শ্রমিক। কোনো বরজে চাষি ও তার পরিবার। মাচায় ঝুলছে সবুজ পান। হিমেল হাওয়ায় বড়সড় পান। কুয়াশা থেকে রক্ষা করতে মাচার উপরে নারা (বোনা আমন ধানের গোড়ার অংশ) দেওয়া হয়েছে। জমির পাশে চাষির পরিবারের পুরাতন কাপড় দিয়ে বেড় দেওয়া হয়েছে। অনেকটা শিশু যতেœ পান চাষ করা হচ্ছে। কয়েকটি বরজে গিয়ে দেখা যায়, পান চিবুতে চিবুতে কাজ করছেন চাষি। ঠোঁটের কোণে পানের রঙ। পান এ পর্যন্ত ভালো হওয়ায় তার মনেও খুশির রঙ ঢেউ খেলেছে। চাষিদের একজন বিধুভূষণ দাস। ৪০ বছর ধরে পান চাষ করেন। পৈত্রিকভাবে এই পেশায় এসেছেন। তিনি বলেন, ১৮ শতক জমিতে পান লাগিয়েছেন। এখনো পানের অবস্থা ভালো। খরচ হয়েছে ১৫ হাজার টাকা। ফসল নষ্ট না হলে ৪০ হাজার টাকার মতো বিক্রি করতে পারবেন।
শিরোনাম
- বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
- কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নতি স্বীকার না করার নির্দেশ সিইসির
- ক্যালিফোর্নিয়ায় ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত
- ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
- হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- টরন্টোতে বিভিন্ন দাবিতে সিলেট প্রবাসীদের মানববন্ধন
- আজ থেকে ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আবেদন শুরু
- ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর
- ডাকাতি-ছিনতাই, নদীতে লাশ বেড়েছে
- জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
- জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
- সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে
- মধ্যরাতে উত্তাল বুয়েট, বিক্ষোভ ঢাবিতেও
- লিবিয়া তহবিল কেলেঙ্কারিতে ৫ বছরের সাজা, কারাগারে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
পানের গ্রাম বরকামতা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর