বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পানের গ্রাম বরকামতা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

পানের গ্রাম বরকামতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ মহাসড়ক লাগোয়া গ্রাম বরকামতা। এটি চান্দিনা উপজেলার পাশে হলেও অবস্থান কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। গ্রামে ঢুকলে  চোখে পড়বে সারি সারি পানের বরজ। একটি দেখে মন চাইবে আরেকটি দেখতে। তবুও দৃষ্টির তৃষ্ণা মিটবে না। বরজে পানের সবুজ গালিচা দেখতে দেখতে দিন পার হয়ে যাবে। বরকামতা গ্রামের তিন শতাধিক চাষি পান চাষ করেন। এই চাষ চলছে শত বছর ধরে। অনেকে বাপ, দাদার হাত ধরে এই পেশায় আসেন। বরকামতা গ্রামে আরও দেখা যায়, বরজে কাজ করছেন চাষি ও শ্রমিক। কোনো বরজে চাষি ও তার পরিবার। মাচায় ঝুলছে সবুজ পান। হিমেল হাওয়ায় বড়সড় পান। কুয়াশা থেকে রক্ষা করতে মাচার উপরে নারা (বোনা আমন ধানের গোড়ার অংশ) দেওয়া হয়েছে। জমির পাশে চাষির পরিবারের পুরাতন কাপড় দিয়ে বেড় দেওয়া হয়েছে। অনেকটা শিশু যতেœ পান চাষ করা হচ্ছে। কয়েকটি বরজে গিয়ে  দেখা যায়, পান চিবুতে চিবুতে কাজ করছেন চাষি। ঠোঁটের কোণে পানের রঙ। পান এ পর্যন্ত ভালো হওয়ায় তার মনেও খুশির রঙ ঢেউ খেলেছে। চাষিদের একজন বিধুভূষণ দাস। ৪০ বছর ধরে পান চাষ করেন। পৈত্রিকভাবে এই পেশায় এসেছেন। তিনি বলেন, ১৮ শতক জমিতে পান লাগিয়েছেন। এখনো পানের অবস্থা ভালো। খরচ হয়েছে ১৫ হাজার টাকা। ফসল নষ্ট না হলে ৪০ হাজার টাকার মতো বিক্রি করতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর