আগামী ২৮ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিংগাইর পৌরসভার নির্বাচন। গতকাল ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। মেয়র পদে মোট পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই পাঁচজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের আবু নাঈম মো. বাসার, বিএনপির অ্যাড্ভোকেট মো. খোরশেদ আলম ভুইয়া জয়, জাতীয় পার্টির আবু বকর সিদ্দিক। মো. আব্বাস আলী ও জাহাবুল (সতন্ত্র প্রার্থী) হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত আসনে নয়জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৩২ জন সংরক্ষিত আসনে নয়জন মনোনয়ন পত্র জমা দেন। তিনি আরও জানান ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ দিন ১১ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। এ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫ জন, পুরুষ ভোটার হচ্ছেন ১১ হাজার ১২০ জন। আমাদের ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৮৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ কাউন্সিলররা। এর মধ্যে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নায়ার কবির, বিএনপি মনোনীত মো. জহিরুল হক, বাংলাদেশের ওয়ার্কর্স পার্টি মনোনীত মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবদুল মালেক ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূইয়া এবং আবদুল কারীম। দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির। জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মো. জহিরুল হক। এ ছাড়াও কাউন্সিলর পদে মীর মো. শাহীন, মো. বকুল, মো. নাসির আহম্মেদসহ কাউন্সিলররা তাদের মনোনয়ন জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেন। জেলা নির্বাচন অফিস জানায়, মেয়র পদে ৬ জন এবং কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
সিংগাইরে পাঁচ মেয়র প্রার্থী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর