বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিংগাইরে পাঁচ মেয়র প্রার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি

সিংগাইরে পাঁচ মেয়র প্রার্থী

আগামী ২৮ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিংগাইর পৌরসভার নির্বাচন। গতকাল ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। মেয়র পদে মোট পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই পাঁচজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের আবু নাঈম মো. বাসার, বিএনপির অ্যাড্ভোকেট মো. খোরশেদ আলম ভুইয়া জয়, জাতীয় পার্টির আবু বকর সিদ্দিক। মো. আব্বাস আলী ও জাহাবুল (সতন্ত্র প্রার্থী) হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। মানিকগঞ্জ জেলা  রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত আসনে নয়জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৩২ জন সংরক্ষিত আসনে নয়জন মনোনয়ন পত্র জমা দেন। তিনি আরও জানান ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ দিন ১১ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। এ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫ জন, পুরুষ ভোটার হচ্ছেন ১১ হাজার ১২০ জন। আমাদের ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৮৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ কাউন্সিলররা। এর মধ্যে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত  নায়ার কবির, বিএনপি মনোনীত মো. জহিরুল হক, বাংলাদেশের ওয়ার্কর্স পার্টি মনোনীত মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবদুল মালেক ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূইয়া এবং আবদুল কারীম। দুপুরে  দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির। জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মো. জহিরুল হক। এ ছাড়াও কাউন্সিলর পদে মীর মো. শাহীন, মো. বকুল, মো. নাসির আহম্মেদসহ কাউন্সিলররা তাদের মনোনয়ন জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেন। জেলা নির্বাচন অফিস জানায়, মেয়র পদে ৬ জন এবং কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

সর্বশেষ খবর