মাত্রাতিরিক্ত সিসার প্রভাবে হুমকিতে বরগুনার আমতলী উপজেলার অবৈধ সিসা কারখানা সংলগ্ন গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের পাঁচ হাজার মানুষ ও কয়েক হাজার গবাদি পশু। ওই গ্রামের পানিতে সিসা নেই। মাটিতে প্রয়োজনের তুলনায় ১৩৮ গুণ ও খড়ে ২ হাজার ৫৫৬ গুণ বেশি সিসার উপস্থিতি পেয়েছে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। মাত্রাতিরিক্ত সিসার বিষক্রিয়ার গত ডিসেম্বর মাসে ওই গ্রামের ১৫টি গরু মারা গেছে। অসুস্থ হয়ে মৃত্যুর মুখে অন্তত আরও ২৫টি গরু। দ্রুত মাত্রাতিরিক্ত সিসার বিষক্রিয়া থেকে প্রাণিকুল ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা গেছে, ২০১৮ সালে বরগুনার জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপরে স্থানীয় প্রভাবশালী একটি চক্র সরকারি নিয়ননীতির তোয়াক্কা না করে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই সিসা তৈরির অবৈধ কারখানা গড়ে তোলেন। ওই কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। শুরুতে স্থানীয় জনসাধারণের সিসা কারখানা সম্পর্কে তেমন ধারণা ছিল না। বছর খানেক পরে ওই কারখানা সংলগ্ন এলাকার মানুষের মধ্যে শ্বাসকষ্ট ও হাঁপানির লক্ষণ ধরা পড়ে। কিন্তু এলাকার মানুষ সিসার বিষক্রিয়ার প্রভাবে এ রোগের সৃষ্টি হয়েছে তা বুঝতে পারেনি। গত বছর ডিসেম্বর মাসে ওই কারখানা সংলগ্ন এলাকার ১৫টি গরু হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। এরপরে টনক নড়ে উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি বিভাগের। গত বছর ২৮ ডিসেম্বর আমতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর এ বিষয়টি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ে অবহিত করেন।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর