মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফেরি সংকটে দৌলতদিয়ায় যাত্রীদের ভোগান্তি

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

ফেরি সংকটে দৌলতদিয়ায় যাত্রীদের ভোগান্তি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। নৌরুটের দৌলতদিয়া প্রান্তে ঘাট। এ ফেরিঘাটে ফেরি সংকটের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিন দিনের ছুটি এবং বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরিফে অনুষ্ঠিত উরস শরিফের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধিতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরম আকার ধারণ করছে। যাত্রীবাহী বাসের চাপ বৃদ্ধির কারণে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে দিচ্ছে পুলিশ। এখানে এসব ট্রাকগুলোকে দুই দিন পর্যন্ত অপেক্ষা করে ফেরির নাগাল পেতে হচ্ছে। গোয়ালন্দ মোড়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের চাপ বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে যেন যানজটের সৃষ্টি না হয় সে কারণে অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে সাময়িকভাবে আটকে রাখা হচ্ছে। যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের চাপ কমে গেলে আটকেপড়া এসব যানবাহনকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ছয়টি ফেরিঘাটের মধ্য তিনটি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। পদ্মার পানি হ্রাস পাওয়ার কারণে ঘাট অনেক নিচে নামার কারণে পণ্য বোঝাই অনেক ট্রাককে সড়কে উঠতে সময় লেগে যাচ্ছে। মাঝে মাঝে ফেঁসে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরি না পাওয়ার কারণে অনেক বাসযাত্রীকে বাস ছেড়ে দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে লঞ্চ কিম্বা ফেরিঘাটে এসে নদী পার হতে হচ্ছে। ট্রাকচালকরা অভিযোগ করে বলেন, দৌলতদিয়া ফেরিঘাট নিয়ে এখানকার কর্তৃপক্ষ বেশিরভাগ সময় উদাসীন থাকে। যে কারণে দৌলতদিয়ার ছয়টি ঘাটের বর্তমানে তিনটি ঘাট সচল আছে। ঘাটগুলো থেকে মহাসড়কে ওঠার রাস্তগুলোর অবস্থা ভালো নয়। যে কারণে পণ্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কে উঠতে অনেক সময় লেগে যাচ্ছে। মাঝে মাঝে ট্রাকগুলো উঠতে পারছে না। র‌্যাকার দিয়ে ট্রাকগুলোকে টেনে তুলতে হচ্ছে। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী আবুল হাসান বলেন, আমি দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার মোড় থেকে ৯ ঘণ্টা অপেক্ষা করে পুলিশ বক্সের সামনে এসেছি।

আরও দুই ঘণ্টা পর ফেরিতে উঠতে পারব। অনেক যাত্রী বাস থেকে নেমে গিয়েছে। তাদের ঢাকায় পৌঁছাতে অতিরিক্ত ভাড়া লাগবে। সরকার ঘাট এলাকায় যাদের নিয়োগ দিয়েছে তাদের অপরিকল্পনা এবং উদাসীনতার কারণেই আজকের এই ভোগান্তি। তিন দিনের ছুটি এবং আটরশিতে উরস অনুষ্ঠিত হচ্ছে। এই সময় ঘাটে অনেক বাসের চাপ থাকে। বর্তমানে এই রুটে ফেরি বৃদ্ধির পাশাপাশি ঘাট বৃদ্ধি করা উচিত ছিল।  দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আবদুল্লাহ রনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নয়টি বড় ফেরিসহ ১৬টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাট চালু রয়েছে। আটরশির উরসের কারণে যানবাহনের চাপ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সংকট কেটে যাবে বলে তিনি জানান। ফেরিঘাটের ব্যাপারে বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম শেখ বলেন ঘাটের বিষয়ে যাত্রীদের সেভাবে ধারণা নেই। তিনি দাবি করেন দৌলতদিয়াতে চারটি ঘাট সচল রয়েছে। অনান্য ঘাটগুলোর ব্যাপারে তিনি বলেন, আগামী ২৭ তারিখ নৌ পরিবহনমন্ত্রী আসবেন। তখন সিদ্ধান্ত নেওয়া হবে ঘাটগুলোর ব্যাপারে।

সর্বশেষ খবর