নড়াইল জেলাবাসীর ফুসফুস ডিসি-ইকো পার্ক। প্রতিদিন জেলা সদরসহ উপজেলা থেকে অনেকে ছুটে আসছেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে। ২০১৯ সালে শুরু হওয়া নড়াইল পৌরসভাধীন হাটবাড়িয়া এলাকার ডিসি-ইকো পার্কটি বর্তমানে নারী-পুরুষ ও শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ পার্কটি সরকারি অর্থায়নে পৌর শহরের ২৬ একর জমির উপর নির্মিত হয়েছে। এ জেলা সদরে কোনো পার্ক বা বিনোদনের জায়গা না থাকায় জেলা প্রশাসনের উদ্যোগে চিত্রা নদীর তীরে তৎকালীন জমিদারদের রেখে যাওয়া জমিতে সাধারণ মানুষকে নির্মল আনন্দদানের জন্য ডিসি-ইকো পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়। পার্কটিতে শিশুসহ দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চলন্ত ট্রেনে চড়ার সুযোগ, পানির ফোয়ারা, কৃত্রিম উপায়ে তৈরি বিভিন্ন প্রজাতির পশুপাখি, মন মাতানো ফুলের বাগানসহ খেলাধুলার সামগ্রী। পরিবারের সদস্যদের নিয়ে ডিসি-ইকো পার্কে বেড়াতে আসা নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা জাবের মোল্যা জানান, পার্কটি দেখে খুব মুগ্ধ হলাম। এখানে ঘুরে বাচ্চারা আনন্দ পেয়েছে। ঢাকা থেকে নড়াইল শহরের মহিষখোলার মামাবাড়িতে বেড়াতে আসা কানিজ ফাতেমা ছেলে-মেয়েদের নিয়ে ডিসি-ইকো পার্কে ঘুরতে আসেন। তিনি বলেন, আগে নড়াইলে বিনোদনের কোনো জায়গা ছিল না। বাচ্চাদের নিয়ে ঘুরে মজা করেছি। শিশুসহ আগত দর্শনার্থীরা যাতে আরও আনন্দ উপভোগ করতে পারে সে রকম কিছু করা দরকার। পাশাপাশি পার্কটিকে আরও পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এসএম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ জানান, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের বাড়ির অদূরেই নির্মিত ডিসি-ইকো পার্কটি দর্শনার্থীদের বাড়তি আনন্দ জোগাচ্ছে। চিত্রশিল্পী সুলতানের বাড়ি ঘুরতে আসা লোকজন অল্পসময়ের মধ্যে পার্কটিতে বেড়াতে যেতে পারছেন এবং পৃথক দুটি স্থানের আনন্দ তাদেরকে মুগ্ধ করছে। নড়াইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ বলেন, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডিসি-ইকো পার্কটিকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। এখনো কাজ চলমান রয়েছে। এ পার্কটি এলাকার মানুষের বিনোদনের শ্রেষ্ঠ কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এ পার্কটি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। তারপরও প্রতিনিয়ত লোক ভিড় করছে। এটির কাজ পুরোপুরি শেষ হলে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় বিনোদনের কেন্দ্র হবে।
শিরোনাম
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
নড়াইলের ফুসফুস ডিসি-ইকো পার্ক
সাজ্জাদ হোসেন, নড়াইল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর