শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নে কালভার্ট বিড়ম্বনায় ছয় গ্রামের মানুষ। এসব গ্রামের অন্যতম হচ্ছে চরমধুয়া, নামাপাড়া ও মৃগী গ্রাম। এছাড়া এসব গ্রামের নদীর পাড়ে গবার মোড় এলাকায় সরকারের নির্মিত তিনটি কালভার্ট বিড়ম্বনায় পড়েছেন কয়েক হাজার মানুষ। ২০২০ সালের শুরুতে দুটি কালভার্ট করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর অপরটি করেছে এলজিইডি। এখানে পানি প্রবাহের কোনো পথ নেই। তবু কেন এই কালভার্ট করা হয়েছে তা এলাকার মানুষ জানেন না। কালভার্টগুলো নির্মাণের ৪/৫ মাসের মধ্যেই সংযোগসহ সড়ক ভেঙে গেছে। ফলে ওই সড়কে চলাচল করতে পাচ্ছে না এলাকার মানুষ। তিনটি কালভার্টই বাস্তবায়ন করেছে নকলা পিআইও অফিস। জানা গেছে ওই সড়কের দুর্যোগ ব্যবস্থাপনা আওতায় ৩০ গজের মধ্যে পাশাপাশি দুটি কালভার্ট নির্মাণ করা হয়। ব্যয় হয়েছে ৬১ লাখ টাকা। এই কালর্ভাট দুটি নির্মাণের কয়েক মাসের মধ্যে উদ্বোধন করার আগেই ভেঙে গেছে। এর আগে ২০১২ সালে সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে সেখানে আরেকটি কালভার্ট নির্মাণ করে এলজিইডি। এ কালভার্টটি ৩/৪ বছর টিকেছে। ৫০ গজের মধ্যে এই তিনটি কালভার্টে সরকারের খরচ হয়েছে প্রায় ৮৩ লাখ টাকা। এলাকার মানুষ বলেছেন এই কালভার্টগুলোর কোনো দরকার ছিল না। কি প্রয়োজনে করা হলো কেউ জানে না। কালভার্টগুলো কোনো কাজেই আসেনি। বরং কালভার্টের সঙ্গে সড়কটিও ভেঙে গেল বর্ষায়। এছাড়া নদী থেকে বালি উঠে অন্তত ২৫ বসতবাড়ী, ৩০০ একর জমির ধান খেত ও অন্যান্য ফসল নষ্ট করেছে। সড়ক দিয়ে চলাচলের কোনো অবস্থাই নেই। ওই এলাকার কাজিয়ার চর, হাতিমারা, দধিয়ার চর, ডিগ্রীর চর, চর মধুয়া, নামাপাড়ার হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। অসুস্থতায়, শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া সব কিছুই করতে হয় খেতের আইল দিয়ে। এলাকার কৃষক স্বপন মিয়া, রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম জানিয়েছেন প্রয়োজন ছাড়া শুধু শুধু সরকারি টাকা এখানে ব্যয় করা হয়েছে। তাদের দাবি -আমরা বারবার বেড়িবাঁধ চেয়েছি। করা হলো কালভার্ট। কালভার্ট তিনটি সড়ক নিয়ে ভেঙে পড়ায় এমন দূরাবস্থা। কালভার্টের টাকায় সড়ক নির্মাণ করলেই হতো। কালভার্ট নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এনেছেন স্থানীয়রা। ইউপি চেয়ারম্যার সাজু সাঈদ সিদ্দিকি জানিয়েছেন একটি কালভার্ট হওয়ার কথা ছিল। হয়েছে তিনটি। সব দায়িত্ব ছিল পিআইও (প্রকল্প ) অফিসের। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সাজু আরও বলেন একে তো বালুর উপর কালভার্ট তার উপর গত বছরের অধিক বন্যায় এই অবস্থার সৃষ্টি করেছে।
শিরোনাম
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
কালভার্ট বিড়ম্বনায় ছয় গ্রামের মানুষ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
৫৫ মিনিট আগে | জাতীয়
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার