মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

আমের জুসে আম নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বোতলের মোড়কে আমের ছবি, কিন্তু আমের ছিটেফোঁটা নেই। মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল-ফ্লেভারে তৈরি হচ্ছিল কথিত পাকা আমের জুস। অভিযোগে গতকাল নারায়ণগঞ্জ সদর পাগলা নয়ামাটি এলাকার লাবনী ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টসের কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, লাবনী ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস কারখানাটি কেমিক্যাল ব্যবহার করে আমের জুস তৈরি ও বাজারজাত করে আসছিল। অভিযানকালে জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর