বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

ধসে পড়ল ৫০ বছরের পুরনো কোল্ড স্টোরেজ

কুমিল্লা প্রতিনিধি

বুড়িচং উপজেলায় ৫০ বছরের পুরনো একটি কোল্ড স্টোরেজ ধসে ৭০ হাজার মণ আলু নষ্ট হয়েছে। এ ছাড়া গ্যাসের প্রভাবে পাশের একটি খামারে ১০টি গরুর মারা গেছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুড়িচংয়ের কাবিলা বাজারে প্রায় ৫০ বছরের পুরনো মোকাম কোল্ড স্টোরেজ লি. ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। স্টোরেজটির মালিক ওই ইউনিয়নের নিমসার এলাকার গোলাম সারোয়ার। তবে দীর্ঘ আট বছর যাবৎ এটি ভাড়ায় চালিয়ে আসছেন আদর্শ সদর উপজেলার সাতরা এলাকার ফরহাদ হোসেন। ফরহাদ কোল্ড স্টোরেজ পরিচালনার পাশাপাশি পাশেই সিয়াম ডেইরি ফার্ম নামে একটি গরুর খামার রয়েছে তার। পাশের দেয়াল ভেঙে পড়ায় গ্যাসের প্রভাবে ১০টি গরু মারা যায়।

সর্বশেষ খবর